রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, তেহরানে বিস্ফোরণ

যাযাদি ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৪, ০৯:০৯
আপডেট  : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:২৫
ছবি: সংগৃহীত

অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এতে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই দীর্ঘদিন পর এই হামলা চালালো তেল আবিব। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানের কর্তৃপক্ষ।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় চালু করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, তেহরানে তারা মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছে। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে।

হোয়াইট হাউস জানিয়েছে, আত্মরক্ষার্থে এই হামলা চালিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরায়েলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সে সময়ে ইসরায়েলে প্রায় দু’শ মিসাইল ছোঁড়ে ইরান।

এরপর থেকে ইসরায়েলি শীর্ষ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিয়ে আসছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে