মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ‘হেনস্থা’র শিকার ব্রিটিশ রাজা চার্লস 

যাযাদি ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৪, ১৯:১৪
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গিয়ে ‘হেনস্তার শিকার’ হতে হল ব্রিটিশ রাজা চার্লসকে। তাকে উদ্দেশ্য করে উপনিবেশ-বিরোধী স্লোগান দিলেন অস্ট্রেলিয়ার এক সিনেটন।

অস্ট্রেলিয়ার আদিবাসী এমপি লিডিয়া থর্প দেশটির পার্লামেন্টে ব্রিটিশ রাজাকে দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েন। তিনি রাজাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের জমি ফিরিয়ে দিন। আমাদের থেকে যা চুরি করেছেন, তা ফিরিয়ে দিন’।

থর্প দ্রুত গতিতে এবং প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় ডায়াসের দিকে ছুটে যান এবং চিৎকার করে বলেন: তুমি আমার রাজা নও, এটি তোমার দেশ নয়।

তিনি অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছ থেকে দখল করে নেয়া ভূমি ও সম্পদ মূল মালিকদের কাছে ফেরত দেয়ার দাবি জানান।

অস্ট্রেলিয়ার এই এমপি তার দেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের চালানো অপরাধযজ্ঞের কারণে ব্রিটিশ রাজাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ক্যানসার আক্রান্ত চার্লস এখন অনেকটাই সুস্থ। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া সফরে যান। সোমবার সে দেশের পার্লামেন্টে যান তিনি। সেই সময়েই তাকে উদ্দেশ্য করে উপনিবেশ-বিরোধী স্লোগান দেন পার্লামেন্টের নির্দল সদস্য লিডিয়া থর্প।

থর্প অস্ট্রেলিয়ারই ভূমিকন্যা। কঠোর রাজতন্ত্র-বিরোধী অবস্থানের জন্য পরিচিত তিনি। এর আগেও উপনিবেশ বিরোধী অবস্থানের জন্য প্রচারের আলোয় এসেছেন তিনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে