বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

ইসরাইলকে কঠোর পরিণতির হুমকি ইরানের

যাযাদি ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৪, ১৪:৫৩
ছবি: সংগৃহীত

ইরানের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিপ্লবী গার্ডস কর্পস (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি। তিনি বলেন, ইসরাইল যদি ভুল করে ফের ইরান বা এই অঞ্চলের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তাহলে তাদেরকে বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার ইসরাইলি কর্মকর্তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করার পর এমন ঘোষণা করেন তিনি।

আইআরজিসি জেনারেলের দাফনের সময় জেনারেল সালামি বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করেছে। কিন্তু তাদের এই উন্নত প্রযুক্তিও আমাদের হামলা প্রতিরোধ করতে পারবে না।

তিনি আরো বলেন, আমরা ইসরাইলের দুর্বলতা সম্পর্কে জানি। এ বিষয়ে তারাও অবহিত। সুতরাং হামলা করার আগে অবশ্যই তাদের পরিণতি ভাবা উচিৎ।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ইসরাইলে অন্তত ১৮০টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ওই হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। সূত্র : আল জাজিরা

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে