রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

রাফাহতে হামাসের হামলায় ইসরায়েলি মেজর নিহত

যাযাদি ডেস্ক
  ০৮ জুলাই ২০২৪, ১১:১৭
মেজর জালা ইব্রাহিম

গাজার দক্ষিণে রাফাহ এলাকায় সংঘর্ষ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক মেজর নিহত হয়েছেন।

রোববার (৭ জুলাই) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি সামরিক স্থাপনায় অভিযান চলাকালে তিনি নিহত হয়েছেন। এ নিয়ে সীমান্ত এলাকায় সামরিক অভিযানে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা ৩২৬-এ পৌঁছেছে। খবর টাইমস অব ইসরায়েল।

নিহত ওই সেনার নাম মেজর জালা ইব্রাহিম। তিনি ইসরায়েলের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ছিলেন। তার বাড়ি ছিল ড্রæজ স¤প্রদায়ের শহর সাজারে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন আজ দশম মাসে গড়িয়েছে। এই আগ্রাসন গাজার জনসংখ্যার ৯০ শতাংশকে বাস্তুচ্যুত করেছে, প্রায় ৫ লাখ মানুষকে ‘বিপর্যয়কর’ ক্ষুধার সম্মুখীন করেছে এবং উপত্যকাটির বেশিরভাগ হাসপাতাল বন্ধ করে দিয়েছে বলে জাতিসংঘের সংস্থাগুলো বলছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে