হামাসের রকেট হামলায় কেঁপে উঠলো তেল আবিব 

প্রকাশ | ২৬ মে ২০২৪, ২৩:০০

যাযাদি ডেস্ক
ছবি সংগৃহিত

৭ অক্টোবরের পর আবারও ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে অবরুদ্ধ গাজার প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হামাস। এই হামলার কথা ইসরাইল স্বীকার করলেও হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। তবে হামাসের দাবি এতে ব্যাপক সফলতা পেয়েছে তারা। এদিকে ইসরাইল যে প্রস্তাব দিয়েছে তা হামাস প্রত্যাখ্যান করেছেন। 

জানা যায়, ইসরাইলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার (২৬ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইসরাইলের সামরিক বাহিনী মধ্য ইসরাইলের তেল আবিবে সাইরেন বাজিয়ে সম্ভাব্য আগত রকেটের সতর্কবার্তা দিয়েছে। হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড একটি বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা ইসরাইলি শহরে একটি বড় ক্ষেপণাস্ত্র ব্যারেজ দিয়ে বোমাবর্ষণ করেছে। তারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তেল আবিব এলাকায় ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্র : আল জাজিরা

যাযাদি/ এস