৩০০ কোটি অ্যাকাউন্ট হ্যাকারদের নিশানায়
জি-মেইল ব্যবহারকারীদের জন্য বড় বিপদ!
প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১১:৩৮

জি-মেইল ব্যবহারকারীদের জন্য বড় দু:সংবাদ! ৩০০ কোটি অ্যাকাউন্ট হ্যাকারদের নিশানায়। ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল এখন অবিচ্ছেদ্য অংশ। অনেকেই সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য মেসেজিং অ্যাপের তুলনায় জি-মেইলকে নিরাপদ বলে মনে করেন। কিন্তু এবার সেই নিরাপত্তায় বেড়েছে বড় ফাঁক।
সম্প্রতি জানা গেছে, ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট ফিশিং স্ক্যামের ঝুঁকিতে রয়েছে। গুগল প্রতিষ্ঠান এই হুমকির কথা স্বীকার করেছে। অর্থাৎ, জি-মেইল ব্যবহারকারীরা সতর্ক না থাকলে বড়সড় বিপদের মুখে পড়তে পারেন।
ফাঁদে ফেলছে আসল সাজার ভুয়া মেইল। এক সফটওয়্যার ডেভেলপার নিক জনসন টুইটার-এক্স হ্যান্ডলে নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানান, তিনি একটি ইমেইল পান [email protected] থেকে। সেখানে জানানো হয়, তার গুগল অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের জন্য একটি সমন (subpoena) জারি করা হয়েছে।
ইমেইলে থাকা একটি লিঙ্কে ক্লিক করতে বলা হয়। সেটি দেখতে একেবারে গুগল সাপোর্ট পেজের মতো, কিন্তু মূলত একটি ভুয়া ওয়েবসাইট, যা sites.google.com-এর মাধ্যমে হোস্ট করা হয়েছে।
এই ধরনের ফিশিং লিঙ্ক এমনভাবে সাজানো হয়, যেন তা গুগলের নিজস্ব সেবা বলে বিভ্রান্তি তৈরি করে। ফলে অনেক ব্যবহারকারী বুঝতে না পেরে ব্যক্তিগত তথ্য দিয়ে দেন।
বিশেষজ্ঞদের পরামর্শ:
১. অজানা উৎস থেকে আসা কোনো মেইলের লিঙ্কে ক্লিক করবেন না।
২. গুগল বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে মেইল এলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে যাচাই করুন।
৩. দুই স্তরের নিরাপত্তা (2FA) চালু রাখুন।
৪. সন্দেহজনক ইমেইল সম্পর্কে গুগলে রিপোর্ট করুন।
গুগলের অবস্থান:
গুগল জানিয়েছে, তারা এই ফিশিং আক্রমণ শনাক্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সিকিউরিটি আপডেট আনছে। প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, সাইবার হামলার ধরনও ততই জটিল হয়ে উঠছে। তাই সচেতন ব্যবহারকারীই পারে নিজের তথ্যকে সুরক্ষিত রাখতে।