ফিমায় ৪০ তম বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশ | ১১ জুন ২০২৪, ১৩:২২ | আপডেট: ১১ জুন ২০২৪, ১৩:২৪

যাযাদি ডেস্ক
ছবি-যায়যায়দিন

৪০তম বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ক্যাডারের সহকারী মহা হিসাবরক্ষকগণের বিভাগীয় প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার, ১০/০৬/২০২৪ খ্রিঃ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমী-ফিমাতে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোঃ নূরুল ইসলাম প্রধান অতিথি এবং কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস জনাব কামরুন নাহার ও ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (এ এন্ড আর) জনাব মোঃ রেফায়েত উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিমার মহাপরিচালক আয়েশা খানম। ফিমার পরিচালক (প্রশাসন) জনাব আমিরুল ইসলামসহ উক্ত অনুষ্ঠানে অডিট এন্ড একাউন্টস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারি অর্থ সর্বোচ্চ সর্তকতা ও মিতব্যয়িতার সাথে ব্যয় করার মাধ্যমে সরকারি ব্যয় ব্যবস্থাপনার সঠিক নিয়ন্ত্রণ সম্ভব। 

তিনি নবীন কর্মকর্তাগণকে আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন যা টেকসই গণতন্ত্র বা ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে। 

যাযাদি/ এস