শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২০, ১৭:৫৪

কিশোরগঞ্জের ভৈরবে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় “কভিড-১৯ ও স্বাস্থ্য সুরক্ষা“এই বিষয়কে প্রতিপাদ্য করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সামাজিক দূরত্ব তৈরি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন উপকরণ নিয়ে সীমিত পরিসরে স্টল বসে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস ও সমাজ সেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম ও অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব। আলোচনা শেষে অতিথিরা মেলায় বসা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে