শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিকশাচালক রোবট!

যাযাদি ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২০, ১৫:২৩

রিকশায় বসে আছেন যাত্রী, আর তা চালিয়ে নিয়ে যাচ্ছে একটি রোবট। এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি যদিও ফেব্রুয়ারি মাসের, তবে সোমবার এটি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কর্মকর্তা সুপ্রিয়া সাহু টুইটারে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এটিকে ‘ভবিষ্যতের রিকশা’ বলে অভিহিত করেছেন সুপ্রিয়া। ভিডিওতে দেখা যায়, রিকশার মতো বাহনটির যাত্রী আমেরিকান স্পেশাল ইফেক্টস ডিজাইনার ও টেলিভিশন ব্যক্তিত্ব অ্যাডাম স্যাভেজ চালকের দায়িত্ব ন্যস্ত করেছেন একটি রোবট কুকুরের কাঁধে। রিকশায় চড়ার পর রোবটটিকে গন্তব্য জানানো হচ্ছে। ‘স্পট’ নামের রোবটটি তৈরি করেছে মার্কিন ইঞ্জিনিয়ারিং ও রোবটিক্স ডিজাইন সংস্থা ‘বোস্টন ডায়নামিক্স’। সংস্থাটির বক্তব্য, রাস্তা দিয়ে রীতিমতো চমৎকার গতিতে চলতে পারে ‘স্পট’।

প্রসঙ্গত, ‘রোবট’ শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯২০ সালে চেক লেখক কারেল কাপেকের একটি নাটকে। তবে আধুনিক রোবট তৈরি হয় গত শতকের চারের দশকের শেষে। তারপর ক্রমেই উন্নতি

হয়েছে রোবটিক্সে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে