বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

চোখের সুচিকিৎসায় আই ক্যাম্পের উদ্বোধন করলো বুয়েট

বুয়েট প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৫
আপডেট  : ১৯ এপ্রিল ২০২৫, ২০:২০
চোখের সুচিকিৎসায় আই ক্যাম্পের উদ্বোধন করলো বুয়েট
ছবি: যায়যায়দিন

শিক্ষক ও শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ আই ক্যাম্প ২০২৫ এর উদ্বোধন করা হয়। শনিবার (১৯ এপ্রিল, ২০২৫) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ডেল ক্যাফেতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর কর্তৃক আয়োজিত উক্ত আই ক্যাম্পের উদ্বোধন করেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো. বদরুজ্জামান।

পাঁচদিনব্যাপী আয়োজিত এ ক্যাম্প আগামী ২৩ এপ্রিল, ২০২৫ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত চলবে। উক্ত ক্যাম্পে নিবন্ধিত প্রায় ৮০০ শিক্ষক-শিক্ষার্থী নিয়মিত চক্ষু পরীক্ষণ সেবাসহ বিশেষজ্ঞ ডাক্তার এর ব্যবস্থাপত্র এবং দিকনির্দেশনা লাভ করবেন।

আই ক্যাম্পের স্পন্সর এবং কারিগরি সহায়তায় রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। এছাড়াও কো-স্পন্সর করেছে PDL এবং আইটি পার্টনার হিসেবে রয়েছে ক্লাউডএপার এআই।

বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ এর ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট মেডিকেল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. আবু হেনা আবিদ জাফর, বাংলাদেশ আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ডা. ফাদিয়া ফারাহ অনন্যাসহ বুয়েটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে