একদিনে ডেঙ্গুতে ৭ মৃত্যু, নতুন রোগী ১১৩৯

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ১৯:৫৭

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৩৯ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ১৫৭ জনের মৃত্যু হলো।

সর্বশেষ চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৫৮ জনে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্টোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ম

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে ঢাকা বিভাগের চারজন। এ ছাড়া খুলনা বিভাগে দুজনের এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা গেছে, এক হাজার ১১২ জন রোগী সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৭ হাজার ৯৬৩ রোগী।

যাযাদি/ এম