রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

দিনাজপুর প্রতিনিধি
  ১৪ জুলাই ২০২৪, ২২:৪৩
ছবি : যায়যায়দিন

দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (১৪ জুলাই-২০২৪) দুপুর ১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস পরিদর্শনে এলে দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস এর পরিচালক প্রফেসর ডা. বিকে বোস স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সচিব মো. জাহাঙ্গীর আলম, মহাপরিচালক প্রফেসর আবুল বাশার ডা. মো. খুরশিদ আলম, পরিচালক (হাসপাতাল) ডা. মাঈনুল আহসান বাপ্পি, রংপুর বিভাগীয় পরিচালক এবিএম আবু হানিফ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এফ এম নুরউল্লাহ, উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী, বিএমএ’র সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, স্বাস্থমন্ত্রীর পুত্র ডা. অনাবিল সেন, দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস এর মেডিকেল অফিসার ডাঃ খায়রুল আলম পিয়াল, মেডিকেল অফিসার ডাঃ তানভিরুল হাসান, ডাঃ সোহেলী আরজুমানসহ পরমানু চিকিৎসা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস এর ডুয়েল হেড স্পেক্ট সিটি মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিন, থাইরয়েড স্ক্যান মেশিন, বিএমডি মেশিন পরিদর্শন করেন।

তিনি পরিদর্শনকালে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস এর বর্তমান কার্যক্রমে সন্তুষ্ট ও ভূয়সী প্রশংসা করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে