রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

রামেক হাসপাতালের জনবল ও যন্ত্রপাতির চাহিদাপত্র হস্তান্তর

রাজশাহী অফিস
  ২৮ জুন ২০২৪, ১৪:৩৯
ছবি-যায়যায়দিন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রয়োজনীয় জনবল ও মেডিকেল যন্ত্রপাতির চাহিদাপত্র স্বাস্থ্যমন্ত্রীকে প্রদানের জন্য হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নিকট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ। এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাসিক মেয়র।

এ সময় হাসপাতালের পরিচালক জানান, এক হাজার ২০০ শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে রোগি থাকেন দুই হাজার ৮০০। কিন্তু ১২০০ শয্যার জনবল দিয়ে এই বিশাল পরিমান রোগির চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে দ্রুত জনবাল নিয়োগ ও মেডিকেল যন্ত্রপাতির প্রয়োজন। এছাড়াও হাসপাতালটি দুই হাজার ৪০০ শয্যায় উন্নিত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে দ্রুত সম্পন্ন করা প্রয়োজন বলেও মনে করেন হাসপাতাল পরিচালক।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে