বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে।
২৫ জুন দিবাগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে রোববার খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। পরদিন সোমবার বিকাল সোয়া ৪টার দিকে খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
যাযাদি/ এস