নোয়াখালীতে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত 

প্রকাশ | ১৩ জুন ২০২৪, ১২:৫৮

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
ছবি-যায়যায়দিন

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক এক সেমিনার বুধবার ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হেলাল উদ্দিন। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। 

হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার শামীমা নাসরীনের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কাশেমের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম, ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সহ সভাপতি প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, দৈনিক নয়া সংবাদ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, নোয়াখালীর সাধারণ সম্পাদক ডা: মাহবুবুর রহমান, রোগী কল্যাণ সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: শাহ্ আলম, মহিউদ্দিন চৌধুরী বাহার, আব্দুল হামিদ, হাসিনা চৌধুরী, অ্যাডভোকেট হাজেরা পারভীন প্রমুখ।

বক্তাগণ হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা ও সুপারিশ করেন।

যাযাদি/ এস