শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫২৫

যাযাদি ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২০, ১৭:২৪
আপডেট  : ৩০ নভেম্বর ২০২০, ১৭:২৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪৪ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৫৩৯ জন। মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬.৪৩ শতাংশ। সুস্থতার হার ৮১.৮৯ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে পুরুষ ২৪ ও নারী ১১ জন। বয়স বিবেচনায় দশের মধ্যে এক, দশোর্ধ্ব ১, চল্লিশোর্ধ্ব ৫, পঞ্চাশোর্ধ্ব ৮, ষাটোর্ধ্ব ২০ জন। বিভাগ অনুযায়ী মৃতদের মধ্যে ঢাকায় ২৫, চট্টগ্রামে ১, রাজশাহীতে ৪, খুলনায় ২, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়। তাদের সবাই হাসপাতালে ছিলেন।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। সংক্রমণের অষ্টম মাসের শেষ দিন আজ।

যাযাদি/এম.এস/৫:২৪পিএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে