নারায়ণগঞ্জে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩২
দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার "যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম" নারায়ণগঞ্জ জেলার শাখার উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে সকালে সংগঠনের নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জরো হতে থাকে। পরে দৈনিক যায়যায়দিন পত্রিকার নারায়ণগঞ্জের ফ্রেন্ডস ফোরামের ব্যানার ও ফুলের তোড়া নিয়ে রেলি বের করেন এবং শহিদ মিনারের পাদদেশে শহিদদের আত্মার মাগফিরাত কামনা সহ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো: শাহাদাত হোসেন, সিনিয়র সাংবাদিক শ্রী রনজিত মন্ডল, ফ্রেন্ডস ফোরামের আহবায়ক বাপ্পি সাহা, সদস্য সচিব মাসুদ রানা লাল,যুগ্ম আহবায়ক মানিক চক্রবর্তী, সালমা ডলি, ফেরদৌস উম্মে সালমা বীথি, গিয়াসউদ্দিন খন্দকার, যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, আবুল কালাম আজাদ, আগমগীর দেওয়ান, সদস্য রুবেল আহাম্মেদ, নিরব রায়হান, অপু ভূইয়া, রিয়া খান, পারভিন আক্তার, লিজা আক্তার, মরিয়ম কবিতা, মৌসুমী হাসান মৌ, এম আর সেলিম, জুয়েল রানা, রাশেদুল ইসলাম সুমন, খাদিজা আক্তার ভাবনা, নাজমুল হোসাইন খান, সুমন সরকার, মতিউর রহমান, স্বর্ণল, মো: কাউসার আহমেদ, মিজানুর রহমান, জুয়েল সরকার, মো: ফেরদৌস রহমান ফিরোজ, রিয়াজ উদ্দিন কবির, মো: ইউনুস, মো: সজল, মো: হাসিবুল হক।
যাযাদি/ এম