সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক কমিটি

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯
ফটিকছড়িতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক কমিটি

বন্ধুত্ব করি দেশ গড়ি'- এ স্লোগান হৃদয়ে ধারণ করে চট্টগ্রাম ফটিকছড়িতে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী সংগঠন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলা সদর বিবিরহাটে যায়যায়দিন ফটিকছড়ি প্রতিনিধির কার্যালয়ে আলোচনা সভা শেষে কমিটি ঘোষণা করা হয়।

যায়যায়দিন ফটিকছড়ি প্রতিনিধি মোহাম্মদ জিপন উদ্দিন এর পরিচালনায় ১ম অধিবেশন আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২৯সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহবায়ক পদে প্রফেসর এন এম রহমতুল্লাহ, যুগ্ম আহবায়ক পদে শিক্ষকনেতা মুহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শিক্ষকনেতা মো: জাহেদুল হাসান চৌধুরী, ছাত্রলীগ নেতা রিয়াজ মুহাম্মদ নুরুল রাব্বি। সদস্য সচিব নির্বাচিত হন শিক্ষকনেতা জে এম তাওহিদ হোসেন, যুগ্ম সদস্য সচিব পদে মুহাম্মদ নাজমুল তারেক এবং মো: অলি উল্ল্যাহ মাষ্টার। সদস্য পদে নির্বাচিতরা হলেন- বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো.বেলাল উদ্দিন, প্রবীণ কুমার ভট্টাচার্য, ওয়ান ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মো: বদরুদ্দোজা, সমাজসেবক মো: জয়নাল আবেদিন চৌধুরী, তৌহিদুল আনোয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক কাউসার বেগম, ডা.বরুণ কুমার আচার্য বলাই, মো.আলী নেওয়াজ, শিক্ষক জিয়া উদ্দিন জিয়া, এমরান বিন জালাল, মো: রফিক তালুকদার, মো: শওকত হোসেন করিম, ডা.মো: জাহেদ মোরশেদ, মো: এনামুল হক চৌধুরী, মো: মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মো: আকিব, শাহজাদা সৈয়দ মো: সাদেক, মো: মোবারক হোসেন, এম.ওসমান গণি, মো: কামাল, মো: সাদেক হোসেন, মো: মনির। ২৯সদস্য বিশিষ্ট এ কমিটির মতামত এবং আলোচনা সভা শেষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ি শাখার ১১সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠন করা হয়। তারা হলেন- ফটিকছড়ি পৌরসভার মেয়র মো: ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, মো: কামাল উদ্দিন চৌধুরী, সাজেদা আনোয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: আনোয়ার হোসেন, খিরাম ইউপির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন, সুজাউদ্দীন জাফর, একরামুল হক চৌধুরী, আব্দুল মান্নান সিআইপি, টুটুল সিকদার, সৃষ্টির চেয়ারম্যান সুকান্ত বড়ুয়া, কাউন্সিলর আব্দুল্লাহ চৌধুরী।

সভায় বক্তারা বলেন- দৈনিক যায়যায়দিন দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ কাজকে আরো বেগবান কর‍তে আমরা সহযোগী হতে পেরে আনন্দিত। এ সংগঠনের মাধ্যমে বিভিন্ন মানবিক, সামাজিক, শিক্ষামূলক কাজে জড়িত হওয়ার সুযোগ রয়েছে। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়িতে গঠন করায় বক্তারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে