logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ ৬ আশ্বিন ১৪২৭

  অনলাইন ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

বাংলাদেশি ছবিতে গান গাইবেন রানু মন্ডল!

তারার মেলা রিপোর্ট

ছিলেন ভিক্ষুক, সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে হয়ে গেলেন কণ্ঠশিল্পী। করেছেন বলিউড ছবিতে পেস্নব্যাক। জাদুকরি কণ্ঠের জোরে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে ভারতের বাইরেও। এমনকি বাংলাদেশেও তার গানের ভক্ত জুটে গেছে অনেক।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, এবার বাংলাদেশের ছবিতে গান গাইতে চলেছেন এই লতাকণ্ঠী গায়িকা। সেজন্য তিনি পাসপোর্টও করতে দিয়েছেন। কলকাতার রুবির মোড়ে অবস্থিত পাসপোর্ট অফিসে দেখা গেছে তাকে। সেখান থেকে জানা যায় তিনি বাংলাদেশে আসার উদ্দেশে পাসপোর্ট করতে দিয়েছেন। আরও জানা গেছে, ইতিমধ্যে তিনি পাসপোর্টের সব পক্রিয়া সম্পন্ন করেছেন। অচিরেই তিনি কলকাতায় বাংলাদেশ অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন।

যদিও রানু মন্ডলের বাংলাদেশে আসার বিষয়ে তার আবিষ্কারক অতীন্দ্র চক্রবর্তী কিছু বলেননি ভারতীয় সংবাদ মাধ্যমে। মূলত অতীন্দ্র চক্রবর্তীর রেকর্ড করা রানুর 'এক প্যায়ার কা নাগমা হ্যায়' গানের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার পর হৈচৈ পড়ে যায় সবখানে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে