'গানে ধ্যানমগ্ন হয়ে যাই'

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০

মাসুম বিলস্নাহ্‌ রাকিব
ছোট পর্দার এ সময়ের চাহিদাসম্পন্ন মডেল অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০১৭ সালে মায়ের ইচ্ছায় অভিনয় জগতে আসেন ফারিণ। 'আমরা আবার ফিরবো কবে' এই নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক হয়। 'এক্স বয়ফ্রেন্ড' নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন ফারিণ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি। এরপর অসংখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ফারিণ। অভিনয়ের পাশাপাশি গানেও বেশ মনোযোগী তিনি। 'আমি কিন্তু নায়িকার আগে গায়িকা' চলতি বছর একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তাসনিয়া ফারিণ। জানিয়েছিলেন, যশোর থেকে ঢাকায় গানের চর্চা করেছেন। দিনের পর দিন গান শিখেছেন। জাতীয়, বিভাগীয় পর্যায়ে গান করে অনেক পুরস্কার পেয়েছেন। এবার ফারিণ নতুন গান দিয়ে আলোচনায় অন্তর্জালে। সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন তাসনিয়া ফারিণ। যেখানে দেখা যাচ্ছে, আপন মনে গাইছেন তিনি। ফারিণ এদিন ব্রিটিশ গায়ক ল্যাবরিন্থের 'জেলাস' গানটি কাভার করেন। গানের ভিডিওর সঙ্গে গান নিয়ে নিজের অনুভূতিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন। ফারিণ লিখেছেন, 'গান গাওয়া আমার জন্য থেরাপির মতোই। যখনই মন খারাপ হয়, গানে ধ্যানমগ্ন হয়ে যাই।' গানই তাকে বাঁচিয়ে রাখে উলেস্নখ করে অভিনেত্রী আরও লিখেছেন, 'সাম্প্রতিক সময়ে এত বিশৃঙ্খলার মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু সংগীতের সঙ্গেই দূরত্ব তৈরি হয়েছিল। গান ভালো-মন্দে সব সময় পাশে ছিল। এই মধ্যরাতে সেটা আবারও মনে করিয়ে দিল, বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে।' গান এবং অভিনয় দুটিই সমানতালে এগিয়ে নিয়ে যাচ্ছেন ফারিণ। চলতি বছরে ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'তে গায়িকা ফারিণের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে তাহসানের সঙ্গে তার গাওয়া 'রঙে রঙে রঙিন হব' গানটি জনপ্রিয়তাও পায়। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। তাহসান-ফারিণের গানটি ইত্যাদিতে প্রচারের পর প্রশংসার জোয়ারে যেন দর্শক-শ্রোতার মনে সুরের জলোচ্ছ্বাস। সঙ্গীতশিল্পী না হয়েও দারুণভাবে গান গেয়ে ভক্তদের মাতোয়ারা করে দিয়েছেন ফারিণ। কেউ ভাবতেও পারেনি এত ভালো করবেন এই অভিনয়শিল্পী। নিজের গাওয়া প্রথম গানেই বাজিমাত করেছিলেন ফারিণ। গানটি সে সময় ইউটিউবে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। শোনা যাচ্ছে তিনি আরেকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। যদিও এই মুহূর্তে সে গান নিয়ে কোনো তথ্য দিতে চাইছেন না ফারিণ। গান ছাড়াও ফারিণ বর্তমানে আলোচনায় ভিকি জাহেদের ওয়েব সিরিজ 'চক্র' দিয়ে। সিরিজটিতে কাজ করতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন এই অভিনেত্রী। ১৭ বছর আগে ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে একটি পরিবারের ৯ সদস্য 'আত্মহত্যা' করে। আলোচিত সেই ঘটনা 'চক্র' সিরিজের চিত্রনাট্যে তুলে এনেছেন পরিচালক ভিকি জাহেদ। এই সিরিজের শুটিং অভিজ্ঞতা নিয়ে ফারিণ বলেন, 'শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যার ব্যাখ্যা আসলে আমরা এখনো পাইনি।' ওটিটি পস্ন্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিরিজটি। এদিকে তিন বছর পর অভিনেতা অপূর্বর সঙ্গে নতুন ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন ফারিণ। এর আগে ২০২১ সালে এক সাইলেন্ট কিলারের গল্প নিয়ে তৈরি হওয়া ওয়েব ফিল্ম 'ট্রল'-এ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। বঙ্গের প্রযোজনায় আসন্ন ভালোবাসা দিবসে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে 'হাউ সুইট'। এটি পরিচালনা করবেন নির্মাতা কাজল আরেফিন। নতুন এই ওয়েব ফিল্ম নিয়ে এই অভিনেত্রী বলেন, 'আমার ক্যারিয়ারে কাজল আরেফিন অমির ভূমিকা অনেক। তিনি আমাকে ব্রেক দিয়েছেন। সুযোগ দিয়েছেন 'এক্স বয়ফ্রেন্ড'-এর মতো দর্শকপ্রিয় নাটকে কাজ করার। এই সুযোগটি না দিলে হয়তো আজকে আমার ফারিণ হওয়া হতো না এবং আপনাদের সামনে বসে আজ কথা বলাও হতো না। আমাদের একসঙ্গে অনেক কাজ হয়েছে। সবশেষ আমাদের 'অসময়' ওয়েব ফিল্ম দর্শক দারুণভাবে গ্রহণ করে। এবার আসছে 'হাউ সুইট'। এর গল্পও আশা কারি দর্শকদের ভালো লাগবে।' তিনি আরও বলেন, 'আমার ক্যারিয়ারে শুরু থেকেই অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ হয়েছে। তার মতো একজন সুপারস্টার অভিনেতা, তখন আমি নিউকামার হওয়ার পরও অনেক সাপোর্ট করেছেন। আমরা একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। ওটিটিতে আমি আর অপূর্ব ভাই এর আগে আমরা নাটকে অনেক কাজ করেছি। নতুন কাজটিও ভালো কিছুই হবে বলে আশা রাখি। কারণ, জুটি বেঁধে আমাদের সব কাজই দর্শক গ্রহণ করেছেন।' 'হাউ সুইট' ওয়েব ফিল্মের শুটিং আগামী মাসে শুরু হবে। ঢাকা ও বরিশালের বিভিন্ন লোকেশনে বসবে এর সেট। অপূর্ব-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাইদুর রহমান পাভেল।