শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

এবার প্রযোজনায় কারিনা কাপুর

রেজাউল করিম খোকন
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
এবার প্রযোজনায় কারিনা কাপুর

দ্য বাকিংহাম মার্ডারস ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কারিনা কাপুর খানকে। নাম ঘোষণার পর থেকেই চর্চায় রয়েছে এ ছবি। হানসাল মেহতা পরিচালিত, 'দ্য বাকিংহাম মার্ডারস' একটি 'থ্রিলার' হিসেবে তৈরি করা হয়েছে। ৬৭তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সাসপেন্স-থ্রিলার ছবিতে আরও একবার সাইফ পত্নী। এর আগে 'জানে জান' ছবিতে কারিনার অনবদ্য অভিনয় দেখছেন দর্শক। এবার অভিনেত্রীর অভিনয়ের মান যেন আরও বাড়ল। এমনটাই টিজার দেখে মতামত অনুরাগীদের। ছবিতে কারিনা কাপুরকে একদিকে মা, অন্যদিকে একজন গোয়েন্দা। যিনি তার নিজের সন্তানকে হারানোর পরে, বাকিংহাম শায়ারে ১০ বছর বয়সি শিশুর হত্যার তদন্ত শুরু করেন। ছবির টিজারে একদিকে যেমন ইমোশন ধরা পড়েছে তেমনই ধরা পড়েছে সাইকোলজিক্যাল ট্রমা। শুধু তাই নয়, একজন মা যে, নিজের সন্তানকে হারিয়েছেন আবার একটা খুনের কিনারা করার চেষ্টা করছেন। দুই ক্ষেত্রে এই যে ব্যালেন্স তা ধরে রাখার চেষ্টা করেছেন অভিনেত্রী। ছবিতে তিন প্রযোজক শোভা কাপুর, একতা কাপুরের পাশাপাশি রয়েছেন কারিনা কাপুর খানও। মূলত, এই ছবির হাত ধরেই প্রযোজক হিসেবে খাতা খুললেন কারিনা। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, তার গোয়েন্দা চরিত্রটি অনুপ্রাণিত হয়েছে কেট উইনলেটের লেখা মেয়ার অব ইস্টটাউন দেখে। তিনি বলেন, মেয়ার অব ইস্টটাউন আমার ভীষণ ভালো লেগেছে। যখন হানসল মেহতা আমাকে এই ছবির কথা বলেন, আমি ভীষণ উত্তেজিত হয়ে যাই। এই চরিত্র করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। অন্যদিকে, কারিনাকে দেখা যাবে রোহিত শেট্টির 'কপ' সিনেমা 'সিংঘম এগেইন' ছবিতেও সেই ছবিতে অজয় দেবগণের পাশাপাশি দেখা যাবে অর্জুন কাপুর, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও রণবীর সিংকে। 'সিংঘম' ফ্রাঞ্চাইজের এ ছবি মুক্তি পাবে এই সেপ্টেম্বরেই। এ বছর কারিনা কাপুর 'দ্য ক্রু' ছবিতে টাবু এবং কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করেছেন। নারী কেন্দ্রিক এ ছবিটি তিনজন এয়ার হোস্টেসের কর্মজীবনের নানা ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে। 'দ্য ক্রু' ছবিটি বক্স অফিসে অনেক ভালো ব্যবসা করেছে। এ ছবির বিরাট সাফল্য কারিনা কাপুরের ক্যারিয়ারে নতুন জোয়ার সৃষ্টি করেছে, তা বলাইবাহুল্য। মুক্তি পেয়েছে কারিনা কাপুরের আসন্ন থ্রিলার দ্য বাকিংহাম মার্ডারস'র দ্বিতীয় ঝলক। প্রকাশিত হলো ছবির প্রথম গান 'সদা পেয়ার টুট গয়া' গান। হনসল মেহতা পরিচালিত এই গান মানসিক অশান্তি এবং জটিল আখ্যানের বেশ কয়েকটি ইঙ্গিত নিয়ে আসে। গানটিতে কারিনাকে গল্পের বিভিন্ন টাইম ফ্রেমে দেখানো হয়েছে এবং পাশাপাশি তার বিভিন্ন মেজাজ তুলে ধরা হয়েছে। তিনি যে মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন তার একটি আভাস দেখা যায় এই গানে। তাকে রাতের অন্ধকারে মন খুলে চিৎকার করতে দেখা যায়। আবার মন হালকা করতে জগিং করতেও দেখা যায় তাকে। একটি দৃশ্যে, তাকে তার বন্ধুদের সঙ্গে ক্লাবে মদ্যপান এবং নাচ উপভোগ করতে দেখা যায়। ডিস্কো রিদমের সঙ্গে চলতে থাকা গানটি তার চরিত্রের অশান্তিকে তুলে ধরে। কারিনাকে একটি ডি-গস্ন্যাম লুকে দেখা যায়- যা গোয়েন্দা হিসেবে তার ভূমিকার বিভিন্ন দিক এবং মুডের সঙ্গে মানানসই। এই ছবির মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন কারিনা। একটি সাক্ষাৎকারে কারিনা প্রকাশ করেছেন যে, ছবিতে তার চরিত্রটি মেরে অব ইস্টটাউনে কেট উইন্সলেটের ভূমিকা থেকে অনুপ্রাণিত। তিনি বলেছিলেন, আমি ইস্টটাউনের মেরেকে ভালোবাসি এবং যখন হানসাল আমার কাছে এসেছিল, তখন আমি বলেছিলাম, এটি এমন কিছু যা আমি সত্যিই করার জন্য মরিয়া। সুতরাং, আমরা সেই লাইনগুলোতে কিছুটা ছাঁচে ফেলেছি। তিনি এতে একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। দ্য বাকিংহাম মার্ডারস-এর নতুন টিজার প্রকাশের সঙ্গে সঙ্গে প্রত্যাশা নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি চলচ্চিত্রের রোমাঞ্চকর আখ্যানের সারাংশটি ধারণ করে: শোকার্ত মা কারিনাকে অবশ্যই তার নিজের সঙ্গে লড়াই করতে হবে। কারণ, তিনি একটি হত্যা মামলা সমাধান করতে চলেছেন এবং তার আবেগকে নিয়ন্ত্রণে রাখার যথাসাধ্য চেষ্টা করেন। নিজের সমস্যার পাশাপাশি তিনি চালিয়ে যাবেন তার লড়াই। এ ছাড়া রোহিত শেঠির 'সিংহাম এগেইন' সিনেমায় অভিনয় করতে দেখা যাবে করিনাকে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অজয় দেবগণ, অর্জুন কাপুর, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও রণবীর সিং। এটি সুপারহিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সিংহাম ২০১১ সালে মুক্তি পেয়েছিল, এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগণ, কাজল আগরওয়াল এবং প্রকাশ রাজ, তারপরে ২০১৪ সালে সিংহাম রিটার্নস। কারিনা কাপুর খান- যিনি সর্বদা গোয়েন্দা গল্পের ভক্ত ছিলেন এবং তার আসন্ন চলচ্চিত্র দ্য বাকিংহাম মার্ডারস এটিতে অভিনয় করার ইচ্ছাপূরণ করেছেন। কারিনা বলেছেন, যে তিনি একজন অভিনেতা এবং প্রথমবারের মতো প্রযোজক হিসেবে উত্তেজনাও বোধ করছেন। তিনি লিখেছেন, 'জস ভামরা জাস এমন একটি চরিত্র- যা আমি গত ২৩ বছর ধরে অভিনয় করার জন্য অপেক্ষা করছিলাম। গোয়েন্দা সিরিজের একটি বিশাল ভক্ত হয়ে, প্রাইম সাসপেক্টে করমচাঁদ থেকে হেলেন মিরেন থেকে আগাথা ক্রিস্টিতে হারকিউল পাইরোট থেকে কেট পর্যন্ত সবকিছু দেখছি। ইস্টটাউনের মেরে উইন্সলেট, আমি সেই গোয়েন্দা মহিলা চরিত্র হয়ে ওঠার জন্য পাগল হয়ে উঠেছিলাম। তিনি আরও যোগ করেছেন, ' হানসাল এবং একতা আমাকে দেওয়া একটি ২৫ পৃষ্ঠার সারসংক্ষেপে, আমি এটি সকালে পড়তে শুরু করি। আমি জানতাম যে, আমি যে চরিত্র চাই সেরকমই একটি চরিত্র আমি পেয়েছি। চলচ্চিত্র জগতে একজন অভিনেতা এবং প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আমি এর চেয়ে বেশি নার্ভাস এবং উত্তেজিত হতে পারিনি। কিন্তু, আমার সত্যিই মন ভরে উঠেছিল। তাই আপনাদের সবাইকে একটা আভাস দিচ্ছি যে একটা রত্ন উপহার দেব আপনাদের। আমি আশা করি, জাস এখনো তার যাত্রা শেষ করেনি। এদিকে, কারিনা কাপুর যিনি সম্প্রতি জানে জান-এ অভিনয় করেছেন, তিনি লাল সিং চাড্ডার ব্যর্থতা সম্পর্কেও মুখ খুলেছেন এবং বলেছেন যে, আমির খান তার কাছে 'ক্ষমা' চেয়েছিলেন। কারিনা আমিরের সঙ্গে কিছু দুর্দান্ত কাজও করেছেন। থ্রি ইডিয়টসের মতো একটি বস্নকবাস্টার, তারপর তালাশ। তাই বন্ধুত্বের মাঝে এসব নিয়ে ভাবনা আসার কোনো জায়গাই নেই। অভিনেত্রী আরও উলেস্নখ করেছেন যে, তিনি তাকে হোয়াটসঅ্যাপে টেস্ট করেছেন এবং কথাও বলেছেন। লাল সিং চাড্ডা সম্পর্কে কথা বলার সময়, কারিনা বলেছিলেন, আমি বলব আমিরের সেই চরিত্রটি সারাজীবন বেঁচে থাকবে। কোভিড সবেমাত্র এসেছে এবং ধীরে ধীরে সবকিছু স্টুলে যাচ্ছিল এবং লোকেরা হয়তো এর চেয়ে আরও উদ্যমী এবং মজার কিছু চেয়েছিল। যা কিছুটা আবেগপ্রবণও। হয়তো এই কারণেই সেখানে এই বড় নামগুলো নিয়ে আরও বেশি আশাবাদী হয়ে পড়েছিল দর্শক। তিনি আরও বলেন, গর্ভাবস্থার কারণে তিনি আমিরের সঙ্গে দেখা করেননি। তবে তিনি তাকে একটি দীর্ঘ চিঠি লিখেছিলেন। যে এই ঘটনা তাদের বন্ধুত্বকে প্রভাবিত করে না। 'চলচ্চিত্রের পর আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। কোভিডের সময় আমার আরও একটি সন্তানের জন্ম হয়। সেই সময় অনেক কিছু চলছিল চারিদিকে। তাই ছবির পর আমিরের সঙ্গে আমার আর দেখা হয়নি। তারপর এতকিছু ঘটে যাবে ভাবিনি। কারিনা কাপুর খান সুজয় ঘোষের থ্রিলার জানে জান দিয়ে তার ওটিটিতে আত্মপ্রকাশ করেছেন এবং তার অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধও করেছেন। অভিনেত্রী সম্প্রতি কারিশ্মা কাপুরের আগে কেন কাপুর পরিবারের মহিলারা চলচ্চিত্রে কাজ করেননি তা নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, কারিনা কাপুর খান কেন কাপুর পরিবারের মহিলারা কারিশ্মা কাপুরের আগে চলচ্চিত্রে কাজ করতেন না, তা নিয়ে কথা বলেছিলেন। কাপুর পরিবারে যে মহিলারা ছয় এবং সাতের দশকে বিয়ে করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে