বিগ কাস্ট, বিগ বাজেট, জমজমাট কাহিনী, অতি উন্নতমানের কারিগরি প্রযুক্তির ব্যবহার ইত্যাদি সব ছবিতে আয়োজন করা সম্ভব হয় না সবার পক্ষে। তবে এর মাঝে অনেকে সেই দুঃসাহস নিয়ে এগিয়ে আসেন। এর আগে বলিউডে এবং দক্ষিণী বেশ কিছু ছবিতে এর প্রভাব দেখা গেছে। যা সবার চোখ ধাঁধিয়ে দিয়েছে। হোক তা সাসপেন্স থ্রিলার, অ্যাকশন ঘরানার ছবি কিংবা ঐতিহাসিক পটভূমির বিখ্যাত চরিত্র নির্ভর বায়োপিক নয়তো পৌরাণিক কাহিনীর ছবি। বাহুবলি, কেজিএফ, পাঠান, জাওয়ান, টাইগার, পুষ্পা, জেলার, লিও প্রভৃতি ছবিতে এর নমুনা দেখা গেছে। মুক্তির আগেই নির্মাণকাজ চলার সময় থেকেই দর্শকের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ ছবিগুলো। মুক্তির পরও বক্স অফিস কাঁপিয়েছে এছবিগুলো। দারুণভাবে সফলতা অর্জন করেছে প্রায় প্রতিটি ছবি। এ ধারা অব্যাহত রয়েছে বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তেমনি একটি ছবি কল্কি ২৮৯৮ এডি। যা সম্প্রতি মুক্তি পেয়েছে। এ ছবিটি নির্মাণের শুরু থেকেই সবার আগ্রহ কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল। বলিউড এবং দক্ষিণী চিত্রলোকের নামিদামি বেশ অনেক তারকা অভিনেতা অভিনেত্রীর সমাবেশের পাশাপাশি এ ছবির বাজেট অনেক বেশি। হলিউডের সুপার হিরো ফ্রাঞ্চাইজির বিভিন্ন ছবির আদলে নির্মিত হয়েছে এ ছবি। সর্বাধুনিক কারিগরি প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে ছবিকে হলিউডের সমপর্যায়ে নিয়ে আসা হয়েছে। এ ছবির ট্রেলার টিজার দেখেই সবাই উদগ্রীব হয়ে অপেক্ষা করেছে। ছবিটি মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছে। দর্শকের প্রত্যাশা, ধারণার চেয়েও অনেক গুণ বেশি চমকে পরিপূর্ণ একটি প্যাকেজ হয়ে রুপালি পর্দায় ধরা দিয়েছে। বাহুবলি ছবিটিও পৌরাণিক কাহিনীর ছিল। এবার কালকি সেই বাহুবলি ছবিকেও ছাড়িয়ে গেছে বলে দর্শক সমালোচকরা উচ্ছ্বসিত প্রশংসা করছেন। একটি আন্তর্জাতিক মানের সুপার টেকনিক্যাল মুভির পাশাপাশি বড় বড় তারকার অসাধারণ পারফরম্যান্স, চোখ ধাঁধানো দৃশ্য, গল্পের অভিনবত্ব, ক্যামেরার সুনিপুণ কাজ ইত্যাদি এ ছবিকে অনন্য করে তুলেছে। সব ধরনের দর্শকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে বক্স অফিস সাফল্যের নতুন ইতিহাস রচনা করেছে কল্কি ২৮৯৮ এডি। বহু তারকা সমাবেশে তৈরি হয়েছে কল্কি ২৮৯৮ এডি। হলিউডের সঙ্গে টক্কর দিতে পারে এই ছবি। প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেছেন দর্শকরা। প্রভাস, অমিতাভ বচ্চন থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন বলিউডের তাবর তারকা রয়েছেন এই ছবিতে। তাদের সঙ্গে কলকাতার শাশ্বত চট্টোপাধ্যায়ও রয়েছেন। এতজন তারকা এক ছবিতে? তাহলে কত টাকা তারা পারিশ্রমিক নিয়েছেন সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। জানা গেছে, প্রভাস নাকি একাই ১০০ কোটি টাকা নিয়েছেন। বাহুবলি তারকাই সিংহভাগ টাকা নিয়েছেন। অন্যদিকে, দীপিকা পাড়ুকোন নিয়েছেন মাত্র ২০ কোটি টাকা। যদিও বলিউডের নায়িকাদের মধ্যে এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পান তিনি। আর অমিতাভ বচ্চন নিয়েছেন ১০ কোটি টাকা। বুড়ো হলেও যে ভেল্কি দেখানো যায় সেটা তিনি এই ছবিতে বুঝিয়ে দিয়েছেন। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে, দক্ষিণ ভারতীয় আরেক তারকা কমল হাসান নিয়েছেন ১৫ কোটি টাকা। বলিউডের হালফিলের অভিনেত্রী দিশা পাটানি তিনিও নেহাত কম পারিশ্রমিক নেননি। ২ কোটি টাকা নিয়েছেন দিশা। এদিকে দক্ষিণ ভারতের আরেক প্রথম সারির তারকা দুলকার সালমানও রয়েছেন এই ছবিতে। তিনি নিয়েছেন ৩ কোটি টাকা। অন্যদিকে, কলকাতার শাশ্বত চট্টোপাধ্যায় ৫০ লাখ টাকা। অন্যান্যসহ অভিনেতাদের পারিশ্রমিকও ৫০ লাখ টাকাই হয়েছে। কোটি কোটি টাকা পারিশ্রমিক দিয়ে যে ছবি তৈরি হয়েছে সেই ছবির বাজেট কত হবে সেটা আন্দাজ করাই যাচ্ছে। পরিচালক নাগ অশ্বিনী ছবিটি তৈরি করতে ৬০০ কোটি টাকা খরচ করেছেন। বক্স অফিসে এখন কত কালেকশন করতে পারে ছবিটিতে সেটাই দেখার বিষয়। নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮ এডি ছবিতে প্রথমবার জুটিতে দীপিকা-প্রভাস। অমিতাভ ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন। অন্তঃসত্ত্বা দীপিকার গর্ভে থাকা কৃষ্ণের অবতার রক্ষার দায়িত্ব অমিতাভের কাঁধে। প্রভাসের চরিত্র ঘিরে রয়েছে রহস্য। তার চরিত্রের নাম ভৈরব। কল্কি ২৮৯৮ এডির মুখ্য ভিলেনের চরিত্রে রয়েছেন টলিউডের শাশ্বত চট্টোপাধ্যায়। কল্কি ২৮৯৮ ছবির প্রোমোশনে অমিতাভ বচ্চনের হাতে টিকিট তুলে দিলেন প্রযোজক অশ্বিনী দত্ত। এটি নাকি তেলেগু ইন্ডাস্ট্রির রীতি। বর্ষীয়ান অভিনেতাদের হাতে সিনেমার ফার্স্ট ডে টিকিট তুলে দেওয়া সেই টিকিট আবার ভাই এবং বন্ধু কমল হাসানের হাতে দিলেন অমিতাভ খোদ। কমল নিজে অমিতাভের কাছ থেকে টিকিট পেয়ে আনন্দ ও সম্মান প্রকাশ করেন। চলচ্চিত্র প্রযুক্তিবিদ হিসেবে অমিতাভের শোলেতে কাজ করার সময় থেকে একটি উপাখ্যান শেয়ার করেন। বলেন, অমিতাভের ছবি দেখতে তিন সপ্তাহ অপেক্ষা করতে হয়েছিল। তিনি বলেন, চার থেকে পাঁচ দশক আগে যদি এটি ঘটত, তাহলে আমায় শোলে দেখার জন্য তিন সপ্তাহ অপেক্ষা করতে হতো না। আমার মতো আরও অনেক ভক্ত আছেন যাদের শোলে ছবিটি দেখার জন্য কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয়েছিল। আমি কখনই ভাবিনি যে আমি মিস্টার অমিতাভ বচ্চনের কাছ থেকে প্রথম দিনের প্রথম শোয়ের টিকিট পাব। তখন আমি একজন ফিল্ম টেকনিশিয়ান ছিলাম এবং এখন আমি একজন অভিনেতা এবং কিছুই পরিবর্তন হয়নি। কমল হাসান ছবিটিতে তার কাজের অভিজ্ঞতার কথাও বলেছেন। কমল বলেন, তিনি কল্কি ২৮৯৮ এডি ছবিতে 'খারাপ চিন্তার একজন ঋষি' চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, খারাপ লোকের চরিত্রে অভিনয় করতে চান। কেরিয়ারে একাধিক ছবিতে দর্শকের নজর কেড়েছেন কমল হাসান। তবে এবার তাকে দর্শক খলনায়কের চরিত্রে দেখলেন। 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে খলনায়কের চরিত্রে চমকে দিয়েছেন কমল। সম্প্রতি ছবির একটি প্রচার অনুষ্ঠানে খল চরিত্রে অভিনয় প্রসঙ্গে তার মতামত ছবির অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চনকে জানিয়েছেন কমল হাসান। অমিতাভ তার কেরিয়ারে সিংহভাগ ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। কমল বলেন, দীর্ঘদিন ধরেই আমি খল চরিত্রে কেন অভিনয় করতে চাইতাম, সে কথা তাকে বললাম। কারণ, খল চরিত্রের অনেক কিছু করার সুযোগ থাকে। 'ইন্ডিয়ান' ছবির অভিনেতার মতে, ছবিতে নায়করা রোম্যান্টিক গান গেয়ে নায়িকার অপেক্ষায় থাকে। সেখানে খলনায়ক সরাসরি তার যা করার সেটাই করে। এই ছবিতে কমলের চরিত্রে যেমন চমক রয়েছে, তেমন আছে চেহারাতেও। কমলের কথায়, আসলে আমরা নতুন কিছু চাইছিলাম। কয়েকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে লুকটা চূড়ান্ত হয়। ভেবেছিলাম, আমি নিজেকে এমনভাবে সাজাব যাতে মানুষ ঘুরে আমার দিকে তাকাবে। আমি অস্বাভাবিক কিছুই করতে চাইনি। সবটাই অন্যরকম চেয়েছিলাম। হাই-ফাই হ্রিলারে তার লুকের পেছনে কী ছিল তা প্রকাশ করে তিনি বলেছিলেন, এটিতে অনেক সময় লেগেছে। দর্শকও ছবিতে তার লুক দেখে চমকে উঠেছেন। প্রায় ৬০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবিটি এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে। মুম্বাইয়ে ছিল এই ছবির প্রথম ইভেন্ট। অন্যান্য ছবির সাংবাদিক সম্মেলনে হাজির না থাকলেও এই ছবির প্রচারে হাজির ছিলেন অমিতাভ বচ্চন। সেখানে মঞ্চে হাজির হন এই ছবির প্রযোজক অশ্বিনী দত্ত। সেখানেই এক কান্ড ঘটিয়েছেন অমিতাভ বচ্চন। হঠাৎই তিনি পা ছুঁয়ে প্রণাম করে বসলেন অশ্বিনী দত্তকে। নাগ অশ্বিনের ছবি কাল্কি ২৮৯৮ এডি। তার সম্পর্কে বলতে গিয়ে অমিতাভ বচ্চন বলেন, অশ্বিন ও তার দুই কন্যা স্বপ্না ও প্রিয়াঙ্কা বৈজয়ন্তী' ফিল্মসের মালিক। তার মতো এত সাধারণ, বিনয়ী মানুষ আমি দেখিনি। সেটে সব সময়ে সবার আগে তিনি উপস্থিত হয়ে যেতেন। এয়ারপোর্টে আমাকে রিসিভ করা থেকে শুরু করে আমার নিরাপত্তাও নিশ্চিত করতেন এই একজন মানুষই। এরকমভাবে কাউকে ভাবতে দেখিনি। এখানেই শেষ নয়। এরপর অমিতাভ বচ্চন বলেন, 'মন থেকে সম্মান জানিয়ে', বলেই অশ্বিন দত্তের পা ছুঁয়ে প্রণাম করেন বিগ বি। এরপরেই অমিতাভেরও পা ছুঁয়ে প্রণাম করেন অশ্বিন। অমিতাভের প্রণাম করার সেই ছবি পোস্ট করেন রামগোপাল বর্মাও। তিনি লেখেন, এটা অশ্বিনের বিশাল প্রাপ্তি। আজ অবধি কোনো ছোটখাটো হিরোকেও প্রযোজককে প্রণাম করতে দেখিনি আর বিগ বি-ও নিশ্চয় এ রকম আগে কখনো করেননি। দক্ষিণীর সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মসের মালিক অশ্বিন দত্ত। তার তিন কন্যার মধ্যে স্বপ্না ও প্রিয়াঙ্কা তাঁর সঙ্গেই কাজ করেন। প্রিয়াঙ্কা বিয়ে করেন নাগ অশ্বিনকে। তিনিই কাল্কি ২৮৯৮ এডি ছবির পরিচালক। এনটিআর, এএনআর থেকে শুরু করে নাগার্জুন, মহেশ বাবু, আলস্নু অর্জুন, রামচরণের ছবি প্রযোজনা করেছেন তিনি। মুক্তির আগেই চুরির অভিযোগের মুখে পড়েছে 'কল্কি ২৮৯৮ এডি'। 'স্টার ট্রেক: প্রডিজি' অ্যানিমেটেড সিরিজ থেকে তার শিল্পকর্ম চুরি করা হয়েছে, দাবি কনসেপ্ট আর্টিস্ট অলিভার বেক-এর। এখন বিষয়টি নিয়ে জোরালো আলোচনা চলছে সমাজমাধ্যমে। তিনি জানান, ছবির ঝলকে অনুমতি ছাড়াই তার তৈরি ছবি ব্যবহার করা হয়েছে। 'কল্কি ২৮৯৮ এডি'র ছবি আর 'স্টার ট্রেক: প্রডিজি'র জন্য নিজের তৈরি ছবি পাশাপাশি রেখে পোস্ট করেছেন অলিভার।