ফের আলোচনায় নাবিলা
প্রকাশ | ০৪ জুলাই ২০২৪, ০০:০০
মাসুম বিলস্নাহ্ রাকিব
২০০৬ সালে একটি টিভি অনুষ্ঠান সঞ্চালনার মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন নাবিলা। একই বছর মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত একটি বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনায় উঠে আসেন। এরপর অনেক নামিদামি প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। তা ছাড়া খেলা বিষয়ক কিছু অনুষ্ঠান সঞ্চালনা করেও প্রশংসা কুড়ান। এরই মাঝে নাম লেখান টিভি নাটকে।
২০১৬ সালে অমিতাভ রেজা নির্মাণ করেন 'আয়নাবাজি' সিনেমা। এতে হৃদি চরিত্রে অভিনয় করেন নাবিলা। সিনেমাটিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেন তিনি। তার এই অভিষেক চলচ্চিত্রেই দর্শকদের কাছ থেকে বিপুল প্রশংসা কুড়ান নাবিলা। এরপর বিয়ে-সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
দীর্ঘ চার বছর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি নাবিলাকে। কেবল চলচ্চিত্র নয়, বলা যায় অভিনয় থেকেই দূরে ছিলেন তিনি। তবে বিরতি ভেঙে ২০২১ সালে ২১ আগস্ট মুক্তি প্রাপ্ত '১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি' সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি তখন বিশেষ আলোচনা না হলেও সম্প্রতি আলোচনার শীর্ষে উঠে এসেছেন নাবিলা। ঈদে মুক্তি পাওয়া 'তুফান' সিনেমায় প্রথমবারের মতো সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমা মুক্তির পর তার সাবলীল অভিনয়ের জন্য আবারও আলোচনায় আসলেন এ অভিনেত্রী।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটিতে যুক্ত হওয়ার পাশাপাশি কাজের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন নাবিলা। জানান, 'তুফান' সিনেমা মুক্তির দিন থেকেই হলে যাচ্ছেন তিনি। সেখান থেকে তুফান দেখতে আসা দর্শকদের সাড়া পেয়ে বেশ আপস্নম্নতও এই অভিনেত্রী।
অভিনেত্রীর কথায়, 'দর্শকদের রেসপন্স দেখে আমি তো অবাক। মাল্টিপেস্নক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনে দেখলাম দর্শকরা মিছিল নিয়ে তুফান দেখতে আসছে। সিনেমাটিতে শাকিব খান নায়ক। তাই সিনেমাটি যখন শুরু করি, তখনই ভেবেছিলাম দর্শকদের রেসপন্স দারুণ হবে। তবে সেটা এ পরিমাণে হবে তা ভাবনায় ছিল না।'
তবে তুফান নিয়ে এত উন্মাদনার পেছনে দর্শক আগ্রহের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেরও অবদান আছে বলে মনে করেন নাবিলা। তার কথায়, '৮ বছর আগে যখন আয়নাবাজি মুক্তি পায় তখন সামাজিক যোগাযোগমাধ্যমের এতটা প্রভাব ছিল না। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা নিয়ে তুমুল চর্চা হয়। তুফানের বেলায় সেটা মারাত্মকভাবে উপলব্ধি করলাম।
সিনেমা হল থেকে দর্শকের ভালোবাসা পেয়ে আপস্নম্নত হয়ে নাবিলা বলেন, 'আমরা হলে হলে ঘুরছি আর বিচিত্র রকম অভিজ্ঞতা হচ্ছে। এক মহিলা তো আমাকে পেয়ে জড়িয়ে ধরতে চাইলেন। দর্শকদের এমন আরও অনেক ভালোবাসা সরাসরি হলে উপস্থিত হয়ে পেয়েছি, অনুভব করেছি।' শাকিব খানের প্রশংসা করে নাবিলা বলেন, 'আমি অনেকবার বলেছি। আবারও বলছি, শাকিব খান অনেক মজার ও ভালো মানুষ। একই সঙ্গে অনেক ভালো একজন অভিনেতা। কাজ করে খুব ভালো লেগেছে। আমাদের রসায়নটা ভালো ছিল। এ কারণেই সবাই কাজটা উপভোগ করেছেন। আমরা অনেক কথা বলেছি। গল্প করেছি। সবাই মিলে আনন্দ নিয়ে কাজটা করেছি।' 'শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার 'তুফান'-এর লুকটা ছিল। বাস্তবেও শাকিব খান বেশ সুন্দর। তিনি তো আমাদের দেশের স্টার, সুপারস্টার। বলা যায় ধরাছোঁয়ার বাইরে থাকেন তিনি। তাকে কোথাও সহজে দেখা যায় না। তবে উনি আমাদের মতোই একজন সহজ মানুষ। তবে অনেকটা অন্তর্মুখী মানুষ তিনি। শুটিংয়ের প্রথম দিন খুব একটা কথা হয়নি। শুধু হাই-হ্যালোই হয়। পরে ধীরে ধীরে আমাদের মধ্যে কথা হতে থাকে। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছিল। তিনি আমাকে শুটিংয়ে বেশ সাহায্য করেছেন। শট ভালো হলে প্রশংসা করতেও কার্পণ্য করেননি।'
তুফানে যুক্ত হওয়া প্রসঙ্গে নাবিলার ভাষ্য, 'প্রথম যখন 'তুফান' ছবির সংবাদ সম্মেলন করে। তখন একটা গেট টুগেদার হয়। সেখানে পরিচালক রায়হান রাফির সঙ্গে আমার দেখা হয়। তখন রাফি আমাকে তার অফিসে যেতে বলেন, জানান আমাকে নিয়ে তিনি ওই ছবির জন্য ভাবছেন। পরে রাফি আমাকে চিত্রনাট্য ধরিয়ে দিয়ে পড়তে বলেন। চরিত্রটি আমার পছন্দ হয়। আমিও রাজি হয়ে যাই।' 'তুফানে' নাবিলার 'আয়নাবাজি'র নায়ক চঞ্চল চৌধুরীও অভিনয় করেছেন। দ্বিতীয় ছবিতেও প্রথম ছবির নায়ক থাকার অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, 'বিষয়টি আমার জন্য বেশ আনন্দের। তবে মজার বিষয় হচ্ছে, 'তুফান'-এ চঞ্চল ভাই থাকলেও শু্যটিংয়ে তার সঙ্গে আমার কোনো সিকোয়েন্স ছিল না।'
এদিকে আরেকটি সিনেমার কাজ শেষ করেছেন নাবিলা। 'বনলতা সেন' শিরোনামের এ সিনেমা নির্মাণ করছেন মাসুদ হাসান উজ্জ্বল। গত বছরের শেষের দিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু করেন। দীর্ঘ ৯ মাসে শুটিং শেষ করেন নির্মাতারা। নতুন সিনেমা নিয়ে আলোচনা হলেও মুখে কুলুপ এঁটেছেন নাবিলা। তবে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল তার সিনেমায় নাবিলার চরিত্র নিয়ে কথা বলেছেন। এ নির্মাতার মতে, 'নাবিলাকে মানুষ যে ধরনের চরিত্রে প্রত্যাশা করেন, সে রকমভাবে আমার সিনেমায় উপস্থাপন করতে চাইনি। আমি এমন কিছু করতে চেয়েছি, যেমনটা সচরাচর মানুষের চিন্তায় আসে না। শুটিং শেষে আমারও মনে হয়েছে, যেমনটা ভেবেছি, মোটেও মিথ্যা ছিল না।' সৌদি আরবের জেদ্দায় জন্মগ্রহণ করেন মডেল-অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বাবার চাকরির সূত্রে সেখানে এসএসসি পাস করেন। এরপর ঢাকায় ফিরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তারপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।