অবসরে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী জুডি ডেঞ্চ

প্রকাশ | ৩০ মে ২০২৪, ০০:০০

তারার মেলা ডেস্ক
অবসরের ঘোষণা দিলেন অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী জুডি ডেঞ্চ। দ্য গার্ডিয়ান জানিয়েছে, শারীরিক বেশ কিছু সমস্যায় ভুগছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৬০ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে জুডি ডেঞ্চ জানিয়েছেন, তার হাতে এখন কোনো কাজ নেই। আবার শরীরও ভালো যাচ্ছে না ইদানীং। তাই তার এই অবসরের সিদ্ধান্ত। তিনি আরও জানিয়েছেন, অনেক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন। কিন্তু ইদানীং দেখতে বেশ অসুবিধা হচ্ছে তার। ২০১২ সাল থেকেই ম্যাকিউলার ডিজেনারেশনে ভুগছেন জুডি ডেঞ্চ। অভিনেত্রীর বয়স এখন ৮৯, চোখের সমস্যায় চিত্রনাট্য পড়তেও হচ্ছে সমস্যা। তাই নতুন সিনেমা হাতে নিচ্ছেন না তিনি। বন্ড সিরিজের মোট সাতটি ছবিতে 'এম' চরিত্রে অভিনয় করেছেন জুডি ডেঞ্চ। এর মধ্যে 'ডাই অ্যানাদার ডে' (২০০২), 'ক্যাসিনো রয়্যাল' (২০০৬), 'কোয়ান্টাম অব সোলেস' (২০০৮), 'স্কাইফল' (২০১২) এবং 'স্পেক্টার' (২০১৫) উলেস্নখযোগ্য। ১৯৯৮ সালে 'শেক্সপিয়ার ইন লাভ' সিনেমায় রানি প্রথম এলিজাবেথ চরিত্রে অভিনয়ের জন্য সেরা 'পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী'র অস্কার জেতেন। জুডি ডেঞ্চকে সবশেষ ২০২২ সালে 'স্পিরিটেড' সিনেমায় দেখা গেছে।