শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

প্রিয়ামণির বলিউড জয়

রেজাউল করিম খোকন
  ৩০ মে ২০২৪, ০০:০০
প্রিয়ামণির বলিউড জয়

দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণি বলিউড জয় করেছেন। প্রিয়া বসুদেব মণি আইয়ার, যিনি পেশাগতভাবে প্রিয়ামণি নামে পরিচিত। তিনি কন্নড়, মালয়ালম, তামিল, তেলুগু, ও হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করে থাকেন। তিনি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দক্ষিণ ভারতের তিনটি ভিন্ন ভাষায় অভিনয় করে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন। বেঙ্গালুরুতে জন্ম ও বেড়ে ওঠা প্রিয়ামণি চলচ্চিত্রে আসার আগে মডেল হিসেবে কাজ করেছেন। ২০০২ সালে তেলুগু সিনেমা 'এভারে এতাগাদু'-এ মুখ্য চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। বলিউড কিং শাহরুখ খান অভিনীত 'জওয়ান' মুক্তি পেয়েছে গত বছর। যেটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। 'জওয়ান'-এ শাহরুখের সঙ্গে কাজ করা নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়ামণি। তিনি বলেন, সত্যি বলতে কি, আমি ভাবতেও পারিনি যে, এটা এত বড় হিট হবে... আমি খুশি যে, আমি এই চমৎকার ছবির অংশ। এর আগে 'চেন্নাই এক্সপ্রেস' ছবির এক আইটেম গানে শাহরুখ খানের সঙ্গে তুমুল নাচ করে চর্চায় উঠে এসেছিলেন প্রিয়ামণি। একটি গানই তার সামনে খুলে দিয়েছিল অসংখ্য দরজা। 'চেন্নাই এক্সপ্রেস' ছবিতে প্রিয় শাহরুখের সঙ্গে একটি গানে নেচেই আনন্দে খুশি ছিলেন প্রিয়ামণি। এবার কিং খানের 'জওয়ান' ছবিতে তিনি পুরোদস্তুর অভিনয় করছেন। প্রিয়ামণির কথায় এই ছবিতে তার কাজ করার অন্যতম কারণ হলেন পরিচালক অ্যাটলি। অভিনেত্রীর কথায়, অ্যাটলি স্যার আমাকে জুমের মাধ্যমে ছবির গল্প শুনিয়েছিলেন। প্রায় ১ থেকে ২ ঘণ্টা আমাদের কথা হয়েছিল। আমার গল্প পছন্দ হয়। আমি তাকে বলেছিলাম যে, এটি নতুন এবং অন্যরকম গল্প। এখানে মহিলাদের অ্যাকশন করার সুযোগ রয়েছে। 'জওয়ান' সফল। আর এই ছবির সাফল্য শাহরুখ ছাড়াও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ছবির সব অভিনেতা-অভিনেত্রী। সবাই যা যার নিজের মতো করে শাহরুখ-অ্যাটলির এই ছবিতে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। 'জওয়ান' ছবিতে শাহরুখের অল-গার্ল স্কোয়াডের সদস্য লক্ষ্ণীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে প্রিয়ামণির অভিনয়ও প্রশংসিত হয়েছে। শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, 'পাঠান' অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত, ভীষণ ভালো। তার মতো শুধু ভালো মানুষ নয়, ভালো সহ-অভিনেতা আমি খুব কম দেখেছি। আমি শাহরুখ খানকে অত্যন্ত ভালোবাসি। তার কোটি কোটি ভক্তের মধ্যে আমিও একজন। 'চেন্নাই এক্সপ্রেস' ছবি প্রসঙ্গে প্রিয়ামণি বলেন, আমি 'রাবণ', 'রক্তচরিত্র' এ দুই হিন্দি ছবিতে অভিনয় করেছি। কিন্তু আমি সবার নজরে পড়েছি 'চেন্নাই এক্সপ্রেস' ছবির মাত্র একটি ড্যান্স নম্বর করার পর। এরপর আমি সবার কাছে 'ওয়ান টু থ্রি ফোর গার্ল' হিসেবে পরিচিত হয়ে উঠেছিলাম। 'দ্য ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজের মাধ্যমে প্যান ইন্ডিয়া তারকা হয়ে উঠেছেন এই দক্ষিণী রূপসী। কিন্তু তাকে সেভাবে হিন্দি ছবিতে দেখা যায় না। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'রক্ত চরিত্র' ছবির পর আমার কাছে হিন্দি ছবির প্রস্তাব অর্থে আসেনি। কিন্তু 'চেন্নাই এক্সপ্রেস' ছবির পর আমার কাছে প্রচুর প্রস্তাব এসেছিল। কিন্তু সেগুলো মনের মতো ছিল না। তাই আমি ছবিগুলোতে কাজ করিনি। আশা করি, 'জওয়ান'-এর পর বলিউড থেকে মনের মতো প্রস্তাব পাব। আগামী মাসে ৪০ এ পা রাখবেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী প্রিয়ামণি। এবারের ঈদ উৎসবে তাকে নতুন সিনেমা 'ময়দান'-এ দেখা গেছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। নতুন সিনেমা মুক্তির আগে এক সাক্ষাৎকার প্রিয়ামণি দক্ষিণ ভারতীয় অভিনয়শিল্পীদের সম্পর্কে বলিউডের চিরায়ত নেতিবাচক ধারণা নিয়ে অকপটে কথা বলেছেন। সাক্ষাৎকারের সময়, প্রিয়ামণিকে চলচ্চিত্রে 'দক্ষিণ ভারতীয়' অভিনেত্রী হিসেবে বলিউডের চিরায়ত নেতিবাচক ধারণা নিয়ে জিজ্ঞেস করা হয়। এই প্রশ্নের বড় কারণ তিনি তামিল ও তেলেগু সিনেমাতে নিয়মিত অভিনয় করেন। পাশাপাশি তিনি হিন্দি সিনেমাতে কাজ করা একজন দক্ষিণী অভিনেত্রী। ওই প্রশ্নের জবাবে 'ফ্যামিলি ম্যান' অভিনেত্রী বলেন, হঁ্যা, কখনো কখনো তারা আমাদের এভাবে মূল্যায়ন করে। তারা বলে, এটি একটি দক্ষিণ ভারতীয় চরিত্র, তাই আমরা আপনাকে কাস্ট করতে চাই। তবে আমি মনে করি, খুব শিগগির এই পরিস্থিতির পরিবর্তন হবে। প্রিয়ামণি বলেন, দেখুন, যদিও আমরা দক্ষিণ ভারত থেকে এসেছি, তবুও আমার মনে হয়- আমরা বেশ সাবলীলভাবে কথা বলতে পারি, আমরা সবার মতোই সুদর্শন। আমাদের গায়ের ধরন যাই হোক না কেন, এখানকার মেয়েদের মতো ফরসা ও সাদা নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় না তাতে কিছু যায় আসে। প্রিয়ামণি আরও বলেন, ঠিকই বলছি, দক্ষিণের মেয়েরা বা দক্ষিণের ছেলেরা, দক্ষিণের প্রত্যেকেই সাবলীলভাবে কথা বলতে পারে। হঁ্যা, হয়তো ব্যাকরণে কিছুটা তারতম্য থাকতে পারে। কিন্তু, আমি মনে করি না, সেটা খুব বড় কোনো সমস্যা। আমি মনে করি, আমরা যতটুকু জানি তা একজন অভিনয়শিল্পীর জন্য যথেষ্টের চেয়েও বেশি। আমি মনে করি, উত্তর ও দক্ষিণ এভাবে চিহ্নিত করাকে পরিবর্তন করা উচিত, কারণ আমরা সবাই ভারতীয়। তাই আমাদের সেভাবেই মূল্যায়ন করা উচিত। গত এক বছরে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম সিনেমায় অভিনয় করেছেন প্রিয়ামণি। ২০২৩ সালে এই অভিনেত্রীকে কাস্টডি, জওয়ান ও নেরুর মতো সিনেমাতে দেখা গিয়েছিল। এ বছর তিনি ইতোমধ্যে ভামাকালাপম-টু এবং আর্টিকেল ৩৭০-এর মতো সিনেমাতে অভিনয় করেছেন। এ ছাড়া তার পাইপলাইনে আছে তামিল সিনেমা কোটেশন গ্যাং ও কন্নড় সিনেমা খাইমারা। তাছাড়া তিনি ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ, ইতোমধ্যে সিরিজটির তৃতীয় সিজন আসতে চলেছে। দেখতে দেখতে চলচ্চিত্র জগতে ২০ বছর পার করেছেন প্রিয়মণি। যদিও অভিনেত্রীর শুরুটা হয়েছিল দক্ষিণী ছবির মাধ্যমে। তবে চেন্নাই এক্সপ্রেস ছবিতে 'ওয়ান টু থ্রি ফোর' গান ও 'ফ্যামিলি ম্যান' সিরিজের মাধ্যমে সারা ভারতে রাতারাতি পরিচিত পান তিনি। এই ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করেও পর্দায় কখনো কোনো নায়কের সঙ্গে চুম্বনের দৃশ্যে দেখা যায়নি তাকে। অবশেষে প্রিয়মণি মুখ খুললেন তার 'নো কিস্‌ পলিসি'র আসল কারণ সম্পর্কে। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, পর্দায় আমি কখনো চুমু খাব না, এটা আমার নীতি। অন্য পুরুষকে চুমু খেতে আমার অস্বস্তি হয়। তাই এই বিষয়ে আপত্তি রয়েছে। চুক্তিপত্রে সব সময়ই 'নো কিস পলিসি' থাকে। আমি জানি, অভিনেত্রী হিসেবে এটা আমার কাজ। আর চুমুর কারণে বাড়িতে স্বামীর কাছে জবাবদিহি করতে হবে। তবে অভিনেত্রী জানান, খুব বেশি হলে গালে চুমুতে সম্মতি রয়েছে। ২০১৭ সালে মোস্তাফা রাজাকে বিয়ে করেন প্রিয়মণি। তার পর থেকে নিজেকে এই নিয়মে বেঁধেছেন নায়িকা। প্রিয়মণি বলেন, আমাদের সম্পর্ক যখন তৈরি হয়, তখন পর্দায় কাউকে চুমু খেতে হয়নি। তারপর থেকেই পর্দায় চুম্বনে আপত্তি রয়েছে আমার। আমি পর্দায় এমন কিছু করতে চাই না- যেটা দেখে তার অস্বস্তি হয়। আমার শ্বশুরবাড়ির লোকজন যাতে না ভাবেন বিয়ের পরও আমার বৌমা কেন এমন করছে! ব্যক্তিগতভাবে তাই পর্দায় চুম্বনে আপত্তি আমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে