নিরবের তারকা হয়ে ওঠা

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

মাসুম বিলস্নাহ রাকিব
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিরব হোসেন। শোবিজ মহলে যেন অনেকটা নীরবেই আগমন তার। কোনো বাখোয়াজ অভিনেতার মতো মারদাঙ্গা টাইপের নয়, আসলেই যেন নীরবেই নিরবের পথচলা। তার ভবিষ্যৎ পথ রাঙানোর জন্য কাজের মাধ্যমেই প্রমাণ দিতে চান- কথায় নয়। ধীরেসুস্থে এগোচ্ছেন একে একে নতুন সিনেমার মধ্য দিয়ে। অ্যাকশন সিনেমার পাশাপাশি সামাজিক রোমান্টিক ঘরানার সিনেমায় অভিনয় করছেন। সেই সঙ্গে এ পর্যন্ত বেশ কয়টি মুক্তিযুদ্ধের সিনেমায়ও অভিনয় করছেন। মডেল হিসেবে আত্মপ্রকাশ করা নিরব এরপর বাজিমাত করেন অভিনয়ে। ছোটপর্দা ছাড়িয়ে হয়ে ওঠেন চলচ্চিত্রের অভিনেতা। প্রতিনিয়ত নিত্য নতুন চরিত্রে নিজেকে উপস্থাপনের মাধ্যমে চেষ্টা করে চলেছেন দর্শকদের হৃদয়ে স্থায়ী হতে। ঢাকাই ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। এবার এ নায়ক তার ভক্তদের নতুন সুখবর দিলেন। আগামী ২৪ মে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা 'সুস্বাগতম'। বনবীথি মুভিজ প্রযোজিত এ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে। সিনেমাটি প্রেমের হলেও একজন নারীর বিমানের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে এগিয়ে যায় ছবির গল্প। যে গল্প শহর ও গ্রাম থেকে উঠে এসেছে। সিনেমাটি নিয়ে চিত্রনায়ক নিরব বলেন, 'সুস্বাগতম' সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনে চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয়ই আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি। আশা করছি, পর্দায় সিনেমাটি দর্শক উপভোগ করবেন। এর আগে স্পর্শিয়ার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন 'ফিরে দেখা' সিনেমায়। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী রোজিনা। এটি রোজিনা পরিচালিত প্রথম সিনেমা। সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে নিরব বলেন, 'আমার কাছে মনে হয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাগুলো আমরা সঠিকভাবে দেখাতে পারি না। বাজেটসহ অনেক সীমাবদ্ধতা আছে। চাইলেই তো ৫২ বছর আগে ফেরত যাওয়া যায় না। তবে রোজিনা আপা থেকে শুরু করে ইউনিটের সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। সিনেমার গানগুলোও বেশ শ্রম্নতিমধুর।' এদিকে 'অপারেশন জ্যাকপট' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন নিরব। এখনো তার শুটিং শেষ হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায় 'অপারেশন জ্যাকপট'। ১৯৭১ সালে নৌ-সেক্টর কর্তৃক পরিচালিত সেই গেরিলা অভিযানের বীরত্বের গল্প এবার উঠে আসছে সিনেমার পর্দায়। 'অপারেশন জ্যাকপট' নামেই নির্মিত হচ্ছে এ তারকা বহুল সিনেমাটি। এর অর্থায়ন করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ছবিটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। বিশাল আয়োজন আর বড় বাজেটের ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজিব কুমার। সিনেমাটি তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে কিবরিয়া ফিল্মস নামে একটি প্রতিষ্ঠান। প্রযোজক হিসেবে রয়েছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। এ ব্যাপারে নিরব বলেন, 'অপারেশন জ্যাকপট' ছবিটির কাজ শেষের দিকে। এখন একটু সময় নিচ্ছি। আসলে ভালো প্রস্তাবের অপেক্ষায় আছি। ক্যারিয়ারটা এবার অন্যরকমভাবে গোছাতে চাই। অনেক তো অনুরোধের ছবি করলাম, এবার এমন ছবি করতে চাই, যেখানে নিজেকে চেনাতে পারব। চলচ্চিত্রই আমার সব। চলচ্চিত্রের বাইরে কিছু ভাবতে পারি না। চলচ্চিত্র নিয়ে পড়ে না থাকলে এতদিনে অনেক ওয়েব সিরিজ বা ছবিতে অভিনয় করতে পারতাম। এ নায়কের অভিনয়ের প্রতিভার পাশাপাশি আরও একটি প্রতিভা আছে সেটা হয়তো জানেন না অনেকেই। নিরব যেমন অভিনয়ে পারদর্শী তেমনি গানেও। গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে নিরব বলেন, 'আমরা অভিনয় করতে গিয়ে সংলাপ বলি। এটাও অনেকটা অভিনয়ের মতোই। তবে অন্যরকম ভালোলাগা কাজ করেছে। গানের কোরাস লাইন দুটো খুব পছন্দ হওয়ায় কণ্ঠ দিলাম। আর রুমি কাজটি করতে খুব উদ্বুদ্ধ করেছে।' নায়ক নিরবর্ যাম্পেও উঠেছিলেন।র্ যাম্প মডেল হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন। 'ইউ গট দ্য লুক' প্রতিযোগিতার শীর্ষ পাঁচে ছিলেন মায়াবী লুকে'র এই তারকা। তারপর ২০০৪ সালের মে মাসে বন্ধু সুমাইয়ার কথা মতো বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার অফিসে ছবি জমা দেন নিরব। সেদিনই বিকালবেলা হাফস্টপ ডাউনের অফিস থেকে ডাক পড়ে। মনোনীত হন একটি কফি কোম্পানির বিজ্ঞাপনের জন্য। ব্যাস, এই টিভিসিই ঘুরিয়ে দেয় নিরবের জীবনের মোড়! একের পর এক ডাক পেতে থাকেন বেশ কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে। ফুরফুরে মেজাজে নিয়মিত হয়ে উঠেন বিজ্ঞাপনী তারকা। মডেলিং করার সময় থেকেই নাটকে অভিনয়ের অফার আসতে থাকে। কিন্তু নাটকে অভিনয়ের ইচ্ছা তখন ছিল না, অনেকের অনুরোধে ছোটপর্দার দর্শকদের ঘোর ভাঙিয়ে শুরু করেন নাটকে অভিনয়। দর্শকও বেশ ভালোভাবে গ্রহণ করেন নিরবকে। নিরবের মিডিয়াজীবনের বড় আশীর্বাদ ছিল মোবাইল কোম্পানি বাংলালিংকের সিরিজ বিজ্ঞাপনের প্রাণবন্ত কাজ। যার মাধ্যমে নিরব পেয়ে যান আকাশচুম্বি তারকাখ্যাতি। এরপর থেকেই আসতে শুরু করে সিনেমায় অভিনয়ের প্রস্তাব। নায়ক নিরবের উলেস্নখযোগ্য সিনেমাগুলো হলো- ছায়াবৃক্ষ, ক্যাসিনো, ফিরে দেখা, অমানুষ, চোখ, কসাই, হৃদয় জুড়ে, আব্বাস গেইম রিটার্নস, ভোলা তো যায় না তারে, মনের অজান্তে, এক কাপ চা, চার অক্ষরে ভালোবাসা, জীবন নদীর তীরে, তোমার মাঝে আমি, কুমারী মা ইত্যাদি।