বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

প্রথমবার ওয়েব সিরিজে তানজিন তিশা

তারার মেলা রিপোর্ট

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। 'শিকল' নামে সাত পর্বের ওয়েব সিরিজে নন্দিনী চরিত্রে অভিনয় করছেন তিশা। এটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। মঙ্গলবার ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে। গল্প প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, গ্রামের সহজ সরল মেয়ে নন্দিনী। একপর্যায়ে শহরে আসে সে। কিন্তু শহরে তার আশ্রয়দাতা তাকে হেনস্তা করে। সেখান থেকে পালিয়ে গিয়ে একটি অফিসে চাকরি নেয় নন্দিনী। এক সময় সহকর্মীর সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু পূর্বের ঘটনা জানতে পেরে নন্দিনীকে ছেড়ে দেয় তার বর। অন্যদিকে ঘটনাক্রমে নন্দিনীকে জেলে যেতে হয়। জীবনের নানা বাঁক বদলের মধ্য দিয়ে নন্দিনী একদিন চলচ্চিত্রের দেশসেরা নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পায়। এই ওয়েব সিরিজে তিশার বিপরীতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এর শুটিং চলবে।

নতুন দুই বিজ্ঞাপনে সাবিলা নূর

তারার মেলা রিপোর্ট

বাংলালিংকের দুটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। বিজ্ঞাপন দুটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। বিজ্ঞাপন দুটিতে সাবিলা নূরে সঙ্গে দেখা যাবে তাসনুভা তিশা ও মনোজ প্রামাণিককে। এ পরিচালক বলেন, 'দুটি বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছি। বিজ্ঞাপনের কনসেপ্ট একদম ভিন্ন ঘরানার। দর্শকরা অন্যরকম আমেজ পাবেন। এসব বিজ্ঞাপনে দেখা যাবে মনোজ, তিশা ও সাবিলাকে।' বাংলালিংকের ফুল স্পিড ফোরজি সেবা নিয়ে এই বিজ্ঞাপনগুলো তৈরি করা হয়েছে। বাংলালিংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফী আহমদ বলেন, 'বর্তমান পরিস্থিতিতে আমাদের স্বাভাবিক জীবনযাপন কিছুটা ব্যাহত হলেও দ্রম্নত গতির ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় সুবিধা পাচ্ছি। এই বিষয়টি-ই বিজ্ঞাপনে ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে চেয়েছি। আশা করছি, দর্শকরা বিজ্ঞাপন দুইটি পছন্দ করবেন।

প্রবাসীদের গল্প নিয়ে গান 'টাকার মেশিন'

তারার মেলা রিপোর্ট

দিনের পর দিন বিদেশের মাটিতে পড়ে থাকা প্রবাসীদের গল্প নিয়ে তৈরি হয়েছে গান 'টাকার মেশিন'। রিপন মাহমুদের কথায় আবেগমাখা এ গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। এর সুর-সংগীতও করেছেন শিল্পী নিজেই। গানটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে ভয়েস টুডে'র ইউটিউব চ্যানেলে। এর ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে সংগ্রাম, জিতু ও রনিকে। সঙ্গে আছেন শিল্পী আকাশ মাহমুদও। এখানে চারজনকেই দেখা গেছে প্রবাসীদের চরিত্রে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এন এ খোকন। গানটি নিয়ে শিল্পী আকাশ মাহমুদ বলেন, 'যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন সেইসব মানুষের দিনগুলো কেমন কাটে বিদেশে, সেই খবর কী কেউ রাখি? এই প্রশ্ন মনে নিয়েই গানটি গেয়েছি। চেষ্টা করেছি, প্রবাসীদের জীবনটাকে ছোট্ট পরিসরে তুলে ধরার।'

গীতিকার রিপন মাহমুদ বলেন, 'নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে গানটি লিখেছি। যারা ভাগ্য বদলাতে বিদেশে পাড়ি দিয়েছেন তারা যে শুধু টাকার মেশিন নয় এ উপলব্ধিটা যেন গানটি শুনে জন্মায়। তবেই আমাদের সবার শ্রম স্বার্থক হবে।'

সাচী নূরের নতুন চমক 'প্রেমিক বয়'

তারার মেলা রিপোর্ট

এবার নতুন ধামাকা নিয়ে আসছেন চিত্রনায়িকা সাচী নূর। নিজের প্রডাকশন হাউস 'এস নূর মাল্টিমিডিয়া' থেকেই আসছে মিউজিক্যাল ফিল্ম 'প্রেমিক বয়'। সাচীর সঙ্গে মডেল হিসেবে ছিলেন চিত্রনায়ক আদনান আদি। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সোহেল মেহেদী ও অশ্রম্ন। কথা, সুর ও মিউজিক করেছেন ফিরোজ পস্নাবন। ভিডিও পরিচালনায় ছিলেন আদনান আদি ও জাহিদ আব্বাস। ডান্স কোরিওগ্রাফার ফ্লাই ফারুক। এমনটাই জানালেন সাচী নূর। বললেন, গানটি অসাধারণ। পুরো ফিল্মি স্টাইলে গানটি নির্মাণ করা হয়েছে। অচিরেই গানটি আমার চ্যানেল থেকে বাজারে আসবে। আশা করছি, সবার ভালো লাগবে। উলেস্নখ্য, নাচ, গান, নাটক, মিউজিক ভিডিও নির্মাণ এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানগুলোতে অংশ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। প্রশংসাও কুড়িয়েছেন বেশ। একের পর এক তার ঝুলিতে জমা হয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<110736 and publish = 1 order by id desc limit 3' at line 1