আইওএস ১৮ তে যা কিছু নতুন

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০

টি এইচ মাহির
সম্প্রতি অ্যাপল তাদের নতুন আইফোন ১৫ বাজারে এনেছে। প্রতিবছরের মতো নতুন আইফোন আনার পাশাপাশি অ্যাপ তাদের অপারেটিং সিস্টেম আইওএসের আপডেটো নিয়ে আনে। সেই ধারাবাহিকতায় এবার এসেছে আইওএস ১৮। নতুন ভার্সনের যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ফিচার। সেসব নিয়ে চলুন জেনে নেই। হোম স্ক্রিন ও লক স্ক্রিন কাস্টমাইজ : আইফোন ব্যবহারকারীদের হোম স্ক্রিন, লক স্ক্রিন এবং কন্ট্রোল সেন্টার কাস্টমাইজ করার নতুন আপডেট এসেছে আইওএস ১৮তে। এখন হোম স্ক্রিনের যেকোনো খোলা জায়গায় অ্যাপস এবং উইজেটগুলোকে সাজিয়ে রাখা যাবে। অ্যাপ আইকনগুলোর রং পরিবর্তন করা যাবে। আবার প্রথমবারের মতো লক স্ক্রিনের বাটনগুলো পরিবর্তন করা যাবে, কন্ট্রোল গ্যালারিতে উপলব্ধ বিকল্পগুলো থেকে বেছে নেওয়া বা সম্পূর্ণরূপে অপসারণ করাসহ। আইফোন ১৫-এর অ্যাকশন বোতামের সাহায্যে গ্যালারিতে প্রবেশ করা যাবে। এ ছাড়া পরিবর্তন এসেছে কন্ট্রোল সেন্টারেও। কন্ট্রোল সেন্টারে পরিধি বাড়িয়ে আরও বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্রমের ওপর ভিত্তি করে কন্ট্রোল সেন্টার নিয়ন্ত্রণ করা যাবে। আইম্যাসেজে টেক্সট ফরম্যাট : অ্যাপলের ম্যাসেজিং অ্যাপ আইম্যাসেজে নতুন টেক্সট ইফেক্ট পাওয়া যাবে। ডায়নামিক অ্যানিমেটেড ইফেক্ট যেকোনো অক্ষর, শব্দ, বাক্যাংশ বা ইমোজি ব্যবহার করে কথোপকথনকে প্রাণবন্ত করে তুলবে। বোল্ড, আন্ডারলাইন, ইটালিক এবং স্ট্রাইকথ্রম্ন'র মতো ফরম্যাটিং ব্যবহার করা যাবে। এ ছাড়া আইম্যাসেজে ওয়াইফাই বা ডাটা না থাকলেও স্যাটেলাইট সংযোগের মাধ্যমে বার্তা পাঠানোর অপশন থাকছে। অডিও নোট করুন : অ্যাপলের নোট অ্যাপে এখন লেখার পাশাপাশি সরাসরি অডিও যুক্ত করা যাবে? কোনো নোটের নিচে পেপারক্লিপ আইকনে থেকে রেকর্ড অডিও ক্লিক করে অডিও রেকর্ড করা যাবে। এভাবে লেখালেখির পাশাপাশি নিজের চিন্তাভাবনাও নোট করে রাখা যাবে। অ্যাপ লক : আইফোনের অ্যাপে এবার যুক্ত হতে যাচ্ছে অ্যাপ লক। ফোনের গূরত্বপূর্ণ অ্যাপগুলোর নিরাপত্তার জন্য ফেস আইডি এবং টাচ আইডি দিয়ে অ্যাপ লক যুক্ত করা যাবে। হোম স্ক্রিন থেকে যেকোনো অ্যাপ শর্টকাটে ক্লিক করে ফেস আইডি বা টাচ আইডি দিয়ে অ্যাপ লক চালু করা যাবে। নতুন পাসওয়ার্ড অ্যাপ : অ্যাপল ইতোমধ্যেই আইক্লাউড এবং সাফারির মাধ্যমে পাসওয়ার্ড সংরক্ষণ করত। তবে আইওএস ১৮তে প্রথমবারের মতো একটি স্বতন্ত্র পাসওয়ার্ড অ্যাপ চালু করেছে। অ্যাপ লাইব্রেরি থেকে অ্যাপটি চালু করলে দেখা যাবে, ডিভাইসের লগইন এর বিশদ তথ্য। এই অ্যাপে ডাটাগুলো এনক্রিপ্ট করা। সাফারিতে নতুন আপডেট : অ্যাপলের ব্রাউজার সাফারিতে ওয়েবপেজ ব্রাউজিংয়ের জন্য নতুন আপডেট এসেছে। সাফারিতে যুক্ত হয়েছে বেশ কিছু ফিচার। মেশিন লার্নিং ব্যবহার করে সাফারি একটি ওয়েবপেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বা সারাংশ প্রকাশ করতে পারে। ওয়েবপেজ ভিজিটের সময় বিভ্রান্তিকর জিনিসগুলো (যেমন মেনুবার) লুকানো যাবে। কাস্টম হাইকিং রুট : অ্যাপলের ম্যাপে এখন থেকে নিজস্ব পথ যুক্ত করা যাবে। যা পরে অফলাইনেও ব্যবহার করা যাবে। বিশেষ করে যারা দুর্গম অঞ্চলে হাইকিং করে, তারা আগে থেকে ম্যাপে রুট বানিয়ে রাখতে পারবে। নেটওয়ার্কববিহীন এলাকায় তা ব্যবহার করা যাবে। ফটোঅ্যাপ ক্লিনআপ টুল : অ্যাপল এবার জনপ্রিয় একটি ফিচার যুক্ত করেছে ফটোঅ্যাপে। ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ডে কোনো অবজেক্ট বা অপ্রত্যাশিত কিছু থাকলে তা মুছে ফেলা যাবে এক ক্লিকে। ওই অবজেক্টের ওপর চিহ্নিত করে দিলেই ক্লিনআপ টুল একে মুছে দিবে। জার্নাল অ্যাপ : আইওএস ১৮-এর আপডেটের চমৎকার একটি অ্যাপ হলো জার্নাল অ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীর প্রতিদিনের মানসিক অবস্থার পরিবর্তন সংরক্ষণ করবে। এই অ্যাপে ছোট গাছের মতো আইকনে ক্লিক করে প্রতিদিনের মেজাজ কিংবা মানসিক অবস্থার পরিবর্তন জার্নাল এন্ট্রি করা যাবে। প্রতিদিনের মানসিক অবস্থার পরিবর্তন দেখা যাবে অ্যাপের লগ থেকে।