ভাষা শেখার সহজ অ্যাপ এবং ওয়েবসাইট
বাংলার পাশাপাশি শিখুন নতুন কয়েকটি ভাষা
প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নিরব রাজ
ভাষা মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। নতুন ভাষা শেখা আপনার জন্য বিশ্ব খুলে দিতে পারে। অন্য এক বা একাধিক ভাষায় কথা বলা এবং বোঝা নিজের ভেতরের ও বাইরের জগতের দরজা খুলে দিতে পারে। বিশ্ব গতিশীল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা দ্রম্নতগতিতে ঘটছে। একটি নতুন ভাষা শেখার সবচেয়ে ফলপ্রসূ দিকগুলোর মধ্যে অন্যতম হলো অন্য সংস্কৃতির লোকদের সঙ্গে যোগাযোগের সুযোগ। এ ছাড়াও শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান ও ব্যবসা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে ভাষা।
কোন ভাষা শিখবেন? : অন্য ভাষা শিখতে বলা হচ্ছে, এর মানে এই নয় যে, আপনি পৃথিবীর সব আন্তর্জাতিক ভাষা শিখবেন। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষার কদর বাংলাদেশ ও বহির্বিশ্বে। চাকরি থেকে শুরু করে উচ্চতর শিক্ষা অর্জনে ইংরেজি ভাষার রয়েছে বেশ দাপট। ব্রিটিশ কাউন্সিলের তথ্য মতে, ইংরেজি ভাষায় কথা বলে ১.৭৫ বিলিয়ন মানুষ বিশ্বব্যাপী। এর মধ্যে মাত্র ৩৭৫-৪০০ মিলিয়ন মানুষ স্থানীয় ভাষাভাষী,বাকিরা দ্বিতীয় বা ভিনদেশি ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করে থাকে। ইংরেজি ভাষার পাশাপাশি তৃতীয় ভাষা যদি জানা থাকে, তা আপনাকে এগিয়ে রাখবে আরও একধাপ। ইংরেজির পাশাপাশি ফরাসী, স্প্যানিশ, জার্মান, আরবি, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, হিন্দি, পর্তুগিজ, ইতালিয়ান ইত্যাদি। যুক্তরাষ্ট্রভিত্তিক ঝওখ ইন্টারন্যাশনাল এর প্রকাশনা 'ঊঃযহড়ষড়মঁব'এর পরিসংখ্যান মতে, মান্দারিন ভাষায় কথা বলে ১৩০ কোটি মানুষ।
একাধিক ভাষা শেখার সুবিধা : বিশ্বব্যাপী দোভাষী বা বহুভাষিক পেশাদার মানুষের চাহিদা দ্রম্নত বাড়ছে। নতুন ভাষা শিক্ষার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সংস্থা, দূতাবাস, কোম্পানি ও বহুজাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ পেতে পারেন। যা আপনার ক্যারিয়ারের সেরা সুবর্ণ সুযোগও বটে। ভাষা দক্ষতার ওপর ভিত্তি করে উচ্চতর বেতন ও যোগাযোগ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। যখন বহুজাতিক প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থাগুলোর বিশ্বব্যাপী একাধিক শাখার কার্যক্রম পরিচালিত হয় বিভিন্ন দেশে। একাধিক ভাষার ওপর দক্ষতা আপনাকে সহজে অন্যদের থেকে এগিয়ে রাখবে এক ধাপ। বিশেষ করে কূটনীতি, আন্তর্জাতিক ব্যবসা, মিডিয়া, এবং গবেষণা ক্ষেত্রে উলেস্নখযোগ্য ভূমিকা পালন করতে পারে। আজকের ক্রমবর্ধমান আন্তঃনির্ভরশীল এবং আন্তঃসংযুক্ত বিশ্বে ভাষার দক্ষতা আয়ত্ত করা একজনকে আরও অর্থপূর্ণ এবং উৎপাদনশীল উপায়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ দেয়।
ভাষা শেখার সহজ অ্যাপ এবং ওয়েবসাইট : বর্তমান বিশ্ব তথ্য ও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে কয়েকগুণ। আপনি নিজের স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে নতুন নতুন ভাষা শিখতে পারবেন যেকোনো সময়। বহুল প্রচলিত অ্যাপগুলোর মধ্যে হতে জনপ্রিয় ও কার্যকর কয়েকটি অ্যাপ আপনাকে সাহায্য করবে নতুন ভাষা শিখতে। বিভিন্ন সংস্থা বা কোর্সের পরিবর্তে কার্যকরী অ্যাপগুলো সহায়ক হয়ে উঠেছে। যেমন, উঁড়ষরহমড় (ফঁড়ষরহমড়.পড়স), জড়ংবঃঃধ ঝঃড়হব (ৎড়ংবঃঃধংঃড়হব.পড়স), গবসৎরংব (সবসৎরংব.পড়স), ইঁংঁঁ (নঁংঁঁ.পড়স),ঐবষষড়ঞধষশ (যবষষড়ঃধষশ.পড়স), উৎড়ঢ়ং (ষধহমঁধমবফৎড়ঢ়ং.পড়স), চধৎষড় খবধৎহ ঊহমষরংয, ইইঈ খধহমঁধমবং (ননপ.পড়.ঁশ/ ষধহমঁধমবং) ইত্যাদি। উলেস্নখিত অ্যাপগুলো ছাড়াও বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমে নতুন নতুন ভাষা শিক্ষা সম্ভব শেখা সম্ভব। এ ছাড়া ভাষা শিক্ষার সবচেয়ে গ্রহণযোগ্য ও পরিচিত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এখানে নানান ভাষায় কোর্স চালু রয়েছে।
এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন জেগেছে, তাহলে আর কোন কোন ভাষা শেখা যায়। এ ক্ষেত্রে, প্রথমেই বলা যায় যে, আপনার যে ভাষা বা দেশের প্রতি আগ্রহ বেশি, সেই ভাষা শেখা তুলনামূলক সহজ হবে। এ ছাড়া, ভাষা নির্বাচন করার সময় বর্তমান বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্বকেও বিবেচনায় নেওয়া উচিত। ইংরেজির পর, বর্তমান বিশ্বে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষাগুলো হলো- ফরাসী, স্প্যানিশ, জার্মান, আরবি, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, হিন্দি, পর্তুগিজ ও ইতালিয়ান ইত্যাদি। এই ভাষাগুলো শুধুমাত্র ভাষাগত দক্ষতা নয়, বরং নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও প্রদান করে। আপনার আগ্রহের ওপর নির্ভর করে, কোন ভাষা শিখবেন, তা নির্ধারণ করা উচিত।
সুতরাং, আপনার আগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী একটি বা একাধিক ভাষা শিখে নিজেকে দক্ষ করে তুলুন এবং পৃথিবীর সঙ্গে আরও সংযুক্ত হন।