নারীর সুরক্ষায় মোবাইল অ্যাপ

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্য ও প্রযুক্তির বদৌলতে জীবনযাত্রার মান উন্নত হলেও এই একুশ শতকে এখনো প্রশ্ন রয়েই গেছে, নারীর নিরাপত্তার বিষয়টি নিয়ে। অন্ধকার নির্জন রাস্তা থেকে শুরু করে জনাকীর্ণ এলাকা সর্বত্র হুমকিতে থাকে নারীর ব্যক্তিগত সুরক্ষা। সময়ের এই চিরন্তন সমস্যার নিরসনকল্পে সারা বিশ্বজুড়ে চলছে প্রযুক্তিভিত্তিক গবেষণা। সার্বক্ষণিক সঙ্গে থাকা ছোট্ট স্মার্টফোনটিকে রক্ষাকবজ হিসেবে প্রতীয়মান করতে নেওয়া হচ্ছে নানা প্রকল্প। এরই ফলশ্রম্নতিতে বিগত দশকজুড়ে তৈরি করা হয়েছে নিত্যনতুন মোবাইল অ্যাপ। লেটসট্র্যাক জিপিএস প্রযুক্তির আরও একটি মূল্যবান প্রয়োগ হচ্ছে এই লোকেশন শেয়ারিং অ্যাপটি। লেটসট্র্যাক লিমিটেড নির্মিত অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণের সাইজ ২৫ দশমিক ৫ এমবি এবং আইওএস সংস্করণের সাইজ ১৬৫ দশমিক ৭ এমবি। ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করা অ্যাপটি (যঃঃঢ়ং://রহফরধ.ষবঃংঃৎধপশ.পড়স/) শুধুমাত্র নারীদের জন্যই নয়, শিশুদের জন্যও প্রযোজ্য। এর দুর্দান্ত ট্র্যাকিং ক্ষমতার শতভাগ উপভোগ করতে হলে আইওএস ১৫ এবং এর পরের ওএস এবং অ্যান্ড্রয়েড ৯ ও এর ঊর্ধ্ব ওএসগুলো ব্যবহার করতে হবে। এ ছাড়াও এতে রয়েছে বন্ধুদের সঙ্গে চ্যাটের সুবিধা। সামগ্রিক বিবেচনায় এ পর্যন্ত অ্যাপটির রেটিং ৩ দশমিক ৬ (আইওএস) এবং ৪ দশমিক ১ (অ্যান্ড্রয়েড)। মাই সেফটিপিন যেকোনো এলাকার স্বাভাবিক নিরাপত্তাঅবস্থা যাচাই করে আগে থেকেই নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করতে পারা। মূলত এই বিশেষত্ব দিয়েই ডেভেলপার সেফটিপিন ২০১৬ সালের ৯ মার্চ প্রকাশ করে এই অ্যাপটি। এটি জিপিএস (গেস্নাবাল পজিশনিং সিস্টেম) ব্যবহার করে তুলনামূলক নিরাপদ রুটের খোঁজ দিতে পারে। একই সঙ্গে ব্যবহারকারীর বন্ধু বা পরিবারও তার অবস্থান দেখে নিতে পারে। এ সময় ব্যবহারকারী ঝুঁকিপূর্ণ এলাকায় থাকলে অ্যাপটি পরিবারের সদস্য বা বন্ধুকে সতর্ক বার্তা পাঠায়। ইউআরসেইফ ইউআরসেইফ (যঃঃঢ়ং://ঁৎংধভব.পড়স/) অ্যাপটি সরাসরি মেট্রোপলিটন পুলিশের নাগরিক পরিষেবার সঙ্গে সংযুক্ত। এখানে শুধুমাত্র একটি ট্যাপ অথবা ভয়েস নির্দেশনার মাধ্যমে সাহায্যের আবেদন বার্তা পাঠানো যায়। জরুরি অবস্থায় গুরুত্বপূর্ণ কল করার জন্য ফোন স্পর্শ বা নম্বর ডায়ালেরও প্রয়োজন হয় না। এমনকি পরিস্থিতি বিশেষে প্রয়োজনে এটি লাইভ ভিডিও ও অডিও স্ট্রিমিং চালু করে দিতে পারে। অত্যাধুনিক এই অ্যাপটি নির্মাণ করে ইউআরসেইফ টেকনোলজিস। ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয় ২০১৯ সালের ৯ ডিসেম্বর। ৭২ এমবি সাইজের অ্যান্ড্রয়েড সংস্করণটির বর্তমান রেটিং ৪ দশমিক ৪। অপরদিকে ১৫০ দশমিক ৪ এমবির আইওএস সংস্করণের রেটিং এখন পর্যন্ত ৩ দশমিক ৮। অ্যাপটি চালানোর জন্য অ্যান্ড্রয়েড ৭ ও তার অধিক অথবা আইওএস ১১ বা তার পরের ওএস সমর্থিত ডিভাইস থাকা দরকার। অভয় বিওয়াইএস (বরিশাল ইয়থ সোসাইটি) এবং পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে নিমির্ত অ্যাপ 'অভয়' (যঃঃঢ়ং://ধাড়ু.রড়/)। বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশালভিত্তিক এই অ্যাপটির উদ্বোধন করা হয় ২০২১ সালের ১২ জুন। মাত্র ৩ দশমিক ০১ মেগাবাইটের এই অ্যাপটিতে কন্টাক্ট নম্বরগুলো দ্রম্নত ফোনের ডায়ালে চলে আসে। ফলে জরুরি অবস্থায় ফোন করতে সুবিধা হয়। এ ছাড়া এতে রয়েছে নিকটবর্তী থানা, জরুরি হেল্পলাইন নম্বর ও সরকারি তথ্যসেবাসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নম্বর। অ্যাপটি অ্যান্ড্রয়েড-৫ ও তার উপরের ওএস ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। আই অ্যাম সেফ ২০২২ সালের ১৯ অক্টোবর প্রকাশিত এই অ্যাপের নির্মাতা ফ্রিটুলিভ টেক সলিউশন প্রাইভেট লিমিটেড। এখানে লোকেশন শেয়ারিং ও ট্র্যাকিংয়ের পাশাপাশি আছে এসওএস সিগন্যাল পাঠানোর সুবিধা। অতিরিক্ত সংযোজন হিসেবে এতে রয়েছে নিকটস্থ থানার দাগাঙ্কিত মানচিত্র। ব্যবহারকারী কোনো দুর্বৃত্তের কবলে পড়লে আই অ্যাম সেফ (যঃঃঢ়ং://িি.িরসংধভব.ধঢ়ঢ়/)অ্যাপটি তাদের অগোচরেই অডিও, ছবি ও স্থানের তথ্যাবলি রেকর্ড করতে পারে। এটি ৩ দশমিক ৫ এমবি অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড ৯ ও এর ঊর্ধ্ব ওএস (অপারেটিং সিস্টেম)। আর ৯০ দশমিক ৬ এমবি আইফোন অ্যাপের সামঞ্জস্যপূর্ণ ওএস হলো আইওএস ১৩ ও এর পরের সংস্করণগুলো। নতুন অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপের রেটিং আইওএসে ৪ দশমিক ৭ এবং অ্যান্ড্রয়েডে ৪ দশমিক ৯।