পৃথিবীর ভূপৃষ্ঠে কত পানি আছে?
প্রকাশ | ০৪ মে ২০২৪, ০০:০০
টি এইচ মাহির
পৃথিবীতে কত পানি আছে? আমরা জেনে এসেছি পৃথিবীর ভূপৃষ্ঠে প্রায় তিনভাগ পানি আর একভাগ স্থল। কিন্তু পৃথিবীর গভীরে-ভূগর্ভে কতটুকু পানি লুকিয়ে আছে? পৃথিবীর ভূগর্ভস্থ পানির পরিমাণ বের করতে গবেষণা করেছেন একদল গবেষক।
গবেষকরা জানান, পৃথিবীর ভূত্বকের নিচে ৪৩.৯ মিলিয়ন ঘন কিলোমিটার পানি আছে। ভূত্বকের উপরে অ্যান্টার্কটিকায় আছে প্রায় ২৭ মিলিয়ন ঘন কিলোমিটার পানি। আবার সমীক্ষা অনুসারে মহাসাগরগুলো পৃথিবীর অন্যতম জলের আধার। যেখানে প্রায় ১.৩ বিলিয়ন ঘন কিলোমিটার মতো পানি বিদ্যমান। গবেষকরা জানান শুধু মহাসাগর নয় ভূত্বকের নিচে ভূগর্ভস্থ পানিও পৃথিবীর অন্যতম জলের আধার। পৃথিবীর বরফ এবং হিমবাহের তুলনায় ভূগর্ভস্থ মাটি এবং পাথরের ছিদ্রতে আরও বেশি পানি আছে। যা ভূগর্ভস্থ পানি নামে পরিচিত।
আগের সমীক্ষা অনুযায়ী পৃথিবীর ভূত্বকের ২ কিলোমিটারের মধ্যে প্রায় ২২.৬ মিলিয়ন ঘন কিলোমিটার পানি আছে। এবং এর পরে ২ থেকে ১০ কিলোমিটার অঞ্চলে আছে ৮.৫ ঘন কিলোমিটার পানি। কিন্তু আগের গবেষণায় শুধু স্ফটিক শিলাগুলো নিয়ে অনুসন্ধান হয়েছিল। কিন্তু ২০২১ সালের গবেষণায় পাললিক শিলাগুলোকেও অনুসন্ধান করা হয়েছিল, যা স্ফটিক শিলার চেয়ে বেশি ছিদ্রযুক্ত। তাই স্ফটিক শিলা থেকে আগের ৮.৫ ঘন কিলোমিটারের পরিবর্তে ১১.৯ ঘন কিলোমিটার পানি পরিমাপ করা হয়েছে। আর পাললিক শিলা ধারণ করছে ৮.৪ ঘন কিলোমিটার পানি। গবেষকরা বলেন ভূত্বক প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পুরু। এই পুরু ভূত্বকে অনেক ভঙ্গুর শিলা রয়েছে যারা পানি ধরে রাখতে পারে। তাই সেগুলোও অনুসন্ধান করেছেন তারা।
অনুসন্ধানে ভূত্বকের ১ থেকে ২ কিলোমিটারের মধ্যে প্রায় ২৩.৬ ঘন কিলোমিটার পানি রয়েছে বলে ধারণা করেন গবেষকরা। আবার এর পরের ২-১০ কিলোমিটার অঞ্চলে প্রায় ২০.৩ ঘন কিলোমিটার পানি রয়েছে। এর চেয়েও বেশি গভীরতায়ও পানি থাকতে পারে বলে ধারণা করেন গবেষকরা। তাই পৃথিবীর ভূত্বকের পানির পরিমাণ উঠে এসেছে প্রায় ৪৩.৯ ঘন কিলোমিটার। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স জার্নালে ২০২১ সালে প্রকাশিত এই গবেষণা করেছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের একজন হাইড্রোজোলজিস্ট গ্র্যান্ট ফার্গুসনসহ আরও অনেকে।