শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গুগল ফটোজের বিনামূল্যে ব্যবহার সীমাবদ্ধ করার ঘোষণা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২০, ০০:০০

টেক জায়েন্ট গুগল তাদের জনপ্রিয় পরিষেবা 'গুগল ফটোজ'র বিনামূল্যে ব্যবহার সীমাবদ্ধ করতে যাচ্ছে। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে গুগল।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবর, ২০২১ সালের ১ জুন থেকে গুগল ফটোজে আপলোড হওয়া ছবিগুলো অ্যাকাউন্ট খোলার সময় যে ১৫ জিবি স্টোরেজ দেওয়া হয়, তা বিবেচনা করা হবে। যেটার আগে নির্ধারিত কোনো সীমা ছিল না। সে কারণে নির্ধারিত ওই সময়ের পরে ১৫ জিবি স্টোরেজ পূর্ণ হওয়ার পর গুগল ফটোজে ছবি রাখতে চাইলে অর্থ খরচ করতে হবে গ্রাহকদের।

জানা গেছে, গুগল ফটো ব্যবহারকারীদের সংস্থার গুগল ওয়ান ক্লাউড পরিষেবাটির মাধ্যমে অতিরিক্ত স্থানের জন্য অর্থ প্রদান করতে হবে, যা ১০০ গিগাবাইট স্টোরেজের জন্য মাসে ১.৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে।

গুগল ফটোজ গুগলের একটি ছবি ভাগাভাগি ও স্টোরেজ সেবা। ২০১৫ সালের মে মাসে গুগল ফটোজের ঘোষণা দেওয়া হয়, গুগল গস্নাস থেকে এ সেবার উদ্ভব। গুগলের সাধারণ অ্যাকাউন্টের মতো গুগল ফটোজ সেবাটিও বিনামূল্যের সেবা। এ পরিষেবাটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডিভাইসের ছবিগুলো বিশ্লেষণ করে বিভিন্ন দৃশ্যগত বৈশিষ্ট্য এবং বিষয় শনাক্ত করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে