শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহাকাশে প্রথম বেসরকারি যাত্রীবাহী রকেট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২০, ০০:০০

ইতিহাস গড়ে প্রথমবারের মতো মহাকাশ পাড়ি দিল বেসরকারি যাত্রীবাহী রকেট ড্রাগন রেসিলিয়েন্স। চার নভোচারী নিয়ে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের সফল পূর্ণাঙ্গ মহাকাশ মিশন উৎক্ষেপণ করল নাসা। ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে মার্কিন প্রযুক্তিতে তৈরি রকেটটি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের দিকে রওনা হয়।

চার নভোচারীর মধ্যে মাইকেল হপকিন্স, ভিক্টর গ্রোভার ও শ্যানন ওয়াকার যুক্তরাষ্ট্রের এবং সোইকি নগোচি রয়েছেন জাপান স্পেসের পক্ষ থেকে। নভোচারীরা ২৭ ঘণ্টা পর আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছানোর কথা রয়েছে। নভোচারীরা স্টেশনে ছয় মাস অবস্থান করবেন এবং বিভিন্ন বিষয় পরীক্ষা করবেন।

২০১১ সালে নাসার স্পেস শাটল অবসরে গেলে এরপর থেকে নভোচারী পাঠানোর জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল হতে হয় যুক্তরাষ্ট্রকে। স্পেস এক্সের প্রথম পরিপূর্ণ মহাকাশ মিশন সেই নির্ভরতা কিছুটা হলেও পূরণ করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে