মহাবিস্ফোরণ, কৃষ্ণগহ্বর ও মহাবিশ্বের বিবর্তন
মহাবিস্ফোরণের ১০-৪৩তম সে. (একের ভগ্নাংশ হারে একের পিঠে ৪৩টি শূন্য) তাপমাত্রা ছিল ১০৩২ ডিগ্রি কেলভিন (একের পিঠে ৩২টি শূন্য)। মহাবিস্ফোরণের স্থান (ঝঢ়ধপব) পরিব্যাপ্ত হচ্ছে অর্থাৎ মহাশূন্য প্রসারিত হচ্ছে। ফলে তাপমাত্রা দাঁড়িয়েছে ৩ ডিগ্রি কেলভিন (বিশ্বের গড় তাপমাত্রা)। মহাবিশ্ব অতীতে যে