শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

গুলবাহার ভোর

আয়েশা মুন্নি
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
গুলবাহার ভোর

ধুপছায়া ধুলোর মতো তুমি যেদিন তুবড়ি বাজিয়ে আমার জীবন থেকে হারিয়ে গেলে, বিধ্বস্ত রাত পার করে আমি গুলবাহার ভোর সাজানোর সিদ্ধান্ত নিলাম।

আনন্দের রং আমি বরাবরই ভালোবাসি, সে কারণেই হয়ত দুঃখ আমার পিছু ছাড়ে না। আমি নির্ঝঞ্ঝাট পরিপাটি দিনাতিপাত চাই, সে কারণেই হয়তো গুরুগম্ভীর কষ্ট গ্রীবা উঁচিয়ে আমায় পঁ্যাচিয়ে রাখে।

ঘড়ির ঈগল কাঁটায় ঘুরে ছয়টি বছর আমাদের যুগল গেছে সূর্য স্নানে। সমাপ্তির করুণ বিউগল বাজানোর আগ মুহূর্তগুলোতে তুমি মুহুর্মুহু তিমিরনাশক সুর তুলতে ধূম্র গোধূলির!

ইরানি চলচ্চিত্রের নিঃশব্দ সুন্দরের মতো, তুমি নামক তীব্র প্রেমের শোকের তাবিজ মাদুলি ভরে বুকের কাছে সেফটি ফিনে আটকে রাখি। অর্থমূল্যে কেনা আমার নিজস্ব নদীর কিনারে একাকী বিকেল কাটাই সান্ধ্য ভেলায়, আমার চোখের গিলে ফেলা কান্নার জলে তুমি যেন ছায়া মানুষ!

ডুমুর রঙা শাড়ির পাড়ে লাগা মাখনের মতো ড্যাবড্যাব কাঁদা, আমার কদম ফেলা মাধবী চরণে গ্রন্থি বাঁধে। চোখের কান্নায় হু হু করে চরাচর।

আমাদের অজস্র সময় পেছনে ফেলে আমি এগিয়ে আসি পৃথিবীর পথে...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে