নিঃসঙ্গ প্রহর

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০

এ এস এম আব্দুল হালিম
বসে বিজনে, ভাবিছি আকাশ কুসুম, এই পথ, এই ঘাট, এই বাট সবই নিঝুম ভালো মানুষের দল, হাসে খল খল, অতি সুন্দর, মনোরম, চলে সুশীল সুশৃঙ্খল! হাঁটিতে হাঁটিতে এলাম, নিজ ভূমিতে কী সুদৃশ্য খাঁটি মানব-মানবী, যুবক-যুবা, প্রেমিক- শোভিত স্ফটিক স্বচ্ছ পবিত্র অন্তর !! সত্য সত্যই সুন্দর, এই মাটি, অতি পবিত্র খাঁটি, বড় বেশি ভালবাসি!!