আমাকে কেও কিছুই বলেনি,
তাচ্ছিল্য করেনি- তবু
লজ্জা পাচ্ছি আমি-
কী নিদারুণ লজ্জা!
উঠতে লজ্জা, বসতে লজ্জা
হাঁটতে লজ্জা, ঘরে-বাইরে
লজ্জা পাচ্ছি; যেন এ বিবেকেরই
এক লজ্জা বটে।
আমি তো বঙ্গবন্ধুকে ভালোবাসি
ভালোবাসি শহীদ মুক্তিযোদ্ধাদের
ভালোবাসি বাঙলার এই সবুজ
লতা-পাতা ঘাস, ভালোবাসি সংস্কার
আন্দোলনের শহীদদের; আহতদের।
তবে লজ্জা পাচ্ছি কেন?
১৬ বছরের শাসনে ক্রোধ ছিল
ছিল না সম্মান- ছিল লজ্জা,
এখন জেনে বুঝে অন্যদের সাথে
আমিও লজ্জা পাচ্ছি-
লজ্জা পাচ্ছি তোমার বিস্তর ডুবে যাওয়ায়।