শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

প্রত্যাশা

নজরুল হায়াত
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রত্যাশা

দর্পণে বিম্বিত মুখ

তুমি আসবে বলে কথা দিয়েছিলে

আর আমি সেই আশাতেই প্রতিদিন সূর্য দেখি

প্রতিরাতে চাঁদের উদয়

অশেষ উদ্যমে প্রতিবার ঘরে তুলি নতুন ফসল

প্রখর জ্যৈষ্ঠমাসে রোদে পুড়ি, ঘামে ভিজি

ধান বুনি, পাট কাটি

প্রতিদিন ঝাঁট দিই উঠোন ঘর

জাংলায় লাউ এলে প্রত্যাশায় চেয়ে থাকি

ঝোলে-মাছে শ্রম মেখে মুড়িঘণ্ট রাঁধি

আর দেখি ফুলে ফুলে ছেয়ে আছে তোমার হৃদয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে