হেমন্তের নিয়ন্ত্রণ
প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
বজলুর রশীদ
শীতের দোলা লাগা ছোঁয়ায়
খানিকটা দুপুর রোদ্দুরে উষ্ণতা দেয়।
এই খবর আগেই জেনেছিল ফুল...
ফসলের গর্বিত কথা বলে গেছে প্রজাপতি
ও প্রলুব্ধ বাতাসে প্রত্যাশা মাতিয়ে রাখে
বিকেলের রোদ চৈতন্যলোপে
চাই কিছু তাপের আরতি,
চাই আরও কিছু তোমার মতো প্রভা।
বুকের মাঝে লুকিয়ে আছে যে স্বপ্ন
তাকে জেগে উঠতে হবে...
ভাবতে ভাবতে বিচিত্র আল্পনায়
তোমার জন্য রঙিন পত্রে
হেমন্তের নিমন্ত্রণ লিখে রাখি।