আসব নীলাকাশ চিরে

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০

সাঈদা আজিজ চৌধুরী
প্রেম যেন মহেঞ্জোদারোর নীরব বিষণ্ন স্তম্ভ অথবা মাটির কোলে মিশে থাকা ট্রয়ের হেরে যাওয়া দম্ভ। মুছে গেল শ্রাবণের বেনোজলে পথরেখা হাত-পা ছড়িয়ে বিষাদ বিমূর্ত আকাঙ্ক্ষা। হৃদয় জেগে থাকে, নতুন বসন্ত-কুঁড়ি ফাল্গুনেও পুড়ে লুটে নিতে প্রেম, তরঙ্গের তুমুল তোলপাড়ে আসব ফিরে। অনুপম সূত্রে ঝিনুকের বুকে মুক্তোর সুবর্ণ বাস রুদ্র প্রতাপে শব্দের বুলেটে কাব্যচাষ। ফিরে দেখ সময়ের ভিড়ে তেঁতে ওঠা প্রেম ক্ষয়ে যাওয়া পথের পাশে নিকষিত হেম। নীহারিকা দৃষ্টিতে চেয়ে থাকে পৌষালি চাঁদের দেহ দেখ কবিতার যৌবনে শাশ্বত বিরহের গেহ। ফাল্‌গুনের মলাটে ভালোবাসার উপবাসী নৈবেদ্য অবগুণ্ঠনে আনত প্রেম এক সমুদ্র নৈঃশব্দ্য। ভালোবাসার উচ্চকিত আহ্বানে ডাকব আবারও অগ্রগামী মিছিলের সেস্নাগানে সেস্নাগানে আবারও। শীতের পাখির মতো অবসন্ন কুয়াশার ঘন ঘোরে আসব বাল্মিকী সেজে ব্যথার নীলাকাশ চিরে।