এইতো জীবন
প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
ফারজানা ইসলাম অর্পি
ধীরে ধীরে কখন যে বড় হয়ে গেছি।
আজ বুঝে গেছি
কারণ আমি বুঝে গেছি দুঃখ পেলে
চোখে অশ্রম্ন ঝরে।
আর বুকে বাড়ে ব্যথা।
তাই আমি আজ অশ্রম্নভরা চোখে
আর এক বুক ব্যথা নিয়ে
কিছু লিখতে বসেছি।
কেন না আজকে আমি বুঝতে পারি
সুখের দিনে হাত বাড়ালে বন্ধুর অভাব হয় না।
কিন্তু দুঃখের দিনে কাউকে
হাত বাড়িয়েও পাওয়া যায় না।
এই তো জীবন।
হায়রে স্বার্থপরতা।
ভালোলাগা ভালোবাসা
পৃথিবীতে আছে কি নেই
আমি জানি না।