জানি সময় দ্রম্নত বদলে যাচ্ছে তার গতিতে
নাকি আমিই পিছিয়ে যাচ্ছি ধীরে ধীরে
মনের দুয়ারে কোজাগরী রাত হানা দেয়
আকাঙ্ক্ষিত আবেগ বা নিষ্পাপ প্রেম।
সব রকম কোলাহল মুখরিত জীবনে
হৃদয়ের অন্তর্নিহিত সর্ব আগে দেশপ্রেমের অবস্থান।
সামনে হেমন্ত হালকা সবুজ রঙের ক্যানভাস
কুয়াশার চাদর মিশে একাকার বাংলাদেশ।
কাশফুলের হাওয়া, উৎসব মুখরিত থাকে
এখনো কি সবকিছু উষ্ণতার ভাঁজে ভাঁজে
মেঘদল হেমন্তকে ফের রঙিন স্বপ্ন দেখার সুযোগ দেবে?
নাহলে কোলাহল দুর্বল, দূষিত ধুলোয়
আত্মহত্যার পথ বেছে নেবেন।