দুটি কবিতা

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
আবু হেনা মোস্তফা কামাল এই শহরে বর্ষা আজ আজ শহরে বৃষ্টি অঝোর, মেঘ জমা ভোর, ভেজা কাক। মেঘের ফাঁকে আমায় ডাকে, কে ডাকে? দেয় বিকট হাক! পিচঢালা পথ, মৃদু শপথ, তপ্ততা নেই- নেই কোনো রোদ; মরীচিকা নয়, শপথ বিকাই, সব হেঁয়ালি- নাই কোনো বোধ। পথের ধারে, কাশের ঝাড়ে, কাশ ভিজেছে, চুপসে রূপ! বৃষ্টি ধারা, করল সারাজীবন জলের ফোটায় চুপ! ধুলোয় মাখা, আঁকাবাঁকা, সব পাতারা সবুজ সাজ শরৎ বেলায়, কার ইশারায়, এই শহরে বর্ষা আজ? বাড়ির ভিতর ঘর ঘরের ভিতর ঘর আছে এক- ঘরের গোপন কক্ষ! ইচ্ছে করে লুকিয়ে থাকি, ডুবে ডুবে আবক্ষ। এমন গোপন কক্ষে আমার, স্বপ্ন জাগুক দিনে; থাকব না তো একা একক, নিছক তোমায় বিনে! সকাল থেকে রাত অবধি, কিসসা বুনন খেলায়; খোলস বদল করব শুধু, মিছায় ভোরের বেলায়। ঘরের ভিতর গোপন কক্ষ, বাড়ির ভিতর ঘর। পাইনি খুঁজে বাড়ির ঘরে, কে আপন কে পর!