শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জীবন কাব্য

নকুল শর্ম্মা
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
জীবন কাব্য

জীবন মানে শত ব্যস্ততায় এক ফালি হাসি...

আটপৌরে সময়ের কাছে হার না মানার অভিযান,

নানান অলংকারে সাজানো এক একটা ফর্দ।

মনের কোণে আলোড়ন তোলা ইচ্ছের লুটোপুটি...

পাওয়া না পাওয়ার অন্তরালে ঝাল মিষ্টি সুখ,

বহতা নদীর হাসি খেলার ছলে অশান্ত ঢেউ।

অভিনয়ের পালস্নায় অভিনেতার চমক...

মঞ্চ কাঁপানো কথোপকথনে প্রতিটা দৃশ্যের উন্মোচন,

জীবনের গল্পগুলোর উপস্থাপনের তালবাহানা।

কান্নাহাসির জীবন কাব্যের পাশাখেলা...

হারজিতের ঘোড়দৌড়ে ছুটে চলে কত সুখপাখি,

পরিসমাপ্তিতে শুভঙ্করের ফাঁকির পর্দায় ঢাকা পড়ে

জীবন নামক ঈপ্সিত কাব্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে