শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

প্রত্যক্ষ প্রচারণা

জাকির আজাদ
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রত্যক্ষ প্রচারণা

তুমি ছিলে আমার হৃদয়ের খুব নিকটে,

আকস্মাৎ সরলে তুলে ভুলের শব্দ বিকট

সব উৎচ্ছ্বল উৎফুলস্ন সহসা হলো নিথর

কত অঘটন ঘটে গেল বুকের ভিতর।

আমার পৃথিবী হয়ে গেল আঁধার শীতল,

যা ছিল খুব চঞ্চল আলোকঝরা গীতল

আমার চলমান ঘূর্ণমান রাত্রি ও দিবস

স্মৃতিক্লান্তে ভারে বৃদ্ধের ন্যায় নুব্জ বিবশ।

সুখ প্রশান্তি জীবনের কাছে খুব বিরল,

বাহিত স্বপ্নের সবুজ পাতা ক্রমে চিরল

তটস্থা করে জাগতিক সব রকম পীড়ন

দৃষ্টি রীতিমতো চালশে নিভে যাচ্ছে কিরণ।

চলার গতিতে বাঁধা দ্বিধার শক্ত শিকল,

প্রাণের ইন্দ্রিয়গুলো বিবেচনায় বিকল

নিজস্ব বলয় দুঃখের অধিগ্রহণে চিকন

এই বাঁচা সবই ঝুঝি ললাটের লিখন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে