বাঁধনহারা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০

ইফতেখার হোসেন সিদ্দিকী
যে নদী শুকিয়ে যায় তারও ছিল এক অতীত, ছিল খরা ছিল পস্নাবন উৎস ভরা ছিল প্রাকৃতিক। জন্মের ইতিহাস ছিল আপস্নুত হয়েছিল কতজন, তীর ঘেঁষে সুখ ছিল অঝোরে ঝরেছিল বরিষণ। হাওয়ায় হাওয়ায় ভেসেছিল উদ্বেল স্রোতের ধারা, মনে তুলেছিল আলোড়ন কেউ-তো হয়েছিল বাঁধনহারা।