দৃষ্টি, হাতুড়ির শব্দসুরে
প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
জাফর ওবায়েদ
এতটা রক্তারক্তির পর বইছে যে উত্তাল হাওয়া
সেটাই কি আমরা চেয়েছি? নাকি অন্যকিছু?
চালের উত্তাপে যারা ডুবেছিল অর্ধাহারী দিনে
ঘামের গৌরবে যারা কিনেছিল আলোর ক্ষুধার যন্ত্রণাহত নির্ঘুম রাত
তারাও কি চেয়েছিল এই 'সংস্কার সংস্কার' কিবা 'মেরামতি' খেল?
আচ্ছা বলুনতো স্যার, ক্ষুধার কি কোনো সংস্কার হয়!
রক্ত চক্ষু কেড়েছিল যাদের উন্মিল যৌবনের গান
কানুনের কালো মুখ কামড়ে ধরেছিল যাদের সত্যের কালি
চাতুর্যের অন্ধকারে হেরে গেল যাদের নিজস্ব অভিলাষ
তারাও কি চেয়েছিল এই চিরচেনা তর্জন-গর্জন সার?
তোয়াজের দেয়ালে যখন বাঁধা পড়েছিল মুক্ত বায়ু
কালো আয়নার আঁকরে যখন দমেছিল আকাঙ্ক্ষার বাতি
বুকভরে নিঃশ্বাস নেওয়ার মতো ঔদ্ধত্যের যখন কবর খুঁড়েছিল দানবের দল
তখনো আমরা সরব ছিলাম নিজস্ব সামর্থ্যের আকিদায়।
সমস্ত ক্ষুধার্ত দৃষ্টি আজ তোমাদের হাতুড়ির তালে, শব্দসুরে
ভগ্নস্তূপে জেগে ওঠা একটি নতুন দালানের উর্ধ্বমুখী পথে।