শুদ্ধ পুরুষ, তোমার প্রতীক্ষায়
পাথর অহল্যা আমি,
সেই কবে থেকে পথ চেয়ে
কেটে গেছে শত বছর?
তুমি শুদ্ধ পুরুষ হলেই
আমি হবো পুণ্যবতী নারী ?
তোমার পবিত্র স্পর্শে
পাথর শরীরে আসবে
তারুণ্যের ভোর?
অন্ধ চোখে ফুটবে
স্বপ্নের ফুল?