অর্ধেক প্রেমিককে ভালোবেসো না

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
যে প্রেমিক অর্ধেক প্রেম দেয় তাকে ভালোবেসো না অর্ধেক বন্ধুকে কভু আপন তুমি করো না। অর্ধেক মেধায় যে কাজ হয় তাকে দিও না প্রশ্রয় জীবনে পূর্ণ বাঁচো, অর্ধেক নয় প্রিয় নয় পুরোপুরি মরা ভালো, অর্ধেক মৃত হয়ে থেকো না সুজন নির্বাক থাকতে চাইলে নির্বাকই কাটাও হে জীবন যখন কথা বলো থেমো না অর্ধেক বক্তব্য রেখে কোনো কিছু বলতে যেয়ে নীরব হয়ো না নিজ থেকে নীরব হতে হবে জানলে কথা বলাই নিষ্ফল অর্ধেক ধারণা থেকে যায় না পাওয়া কোনো ফল প্রকাশ যা করতে চাও তা বলো নির্ভয়ে কোনো সিদ্ধান্ত না মানলে বলো দৃঢ় হয়ে নরম প্রতিবাদতো মেনে নেয়ারই নামান্তর অর্ধেক সমাধান গ্রহণ করো না প্রবর অর্ধেক সত্যকে করো না তুমি বিশ্বাস অর্ধেক স্বপ্ন দেখে করো নাকো আশ অর্ধেক আশা নিয়ে দিবাস্বপ্ন দেখবে কেন? অর্ধেক জলপানে মিটবে না তৃষ্ণা জেনো অর্ধেক ভোজনে ক্ষুধা মিটে নাকি হায় অর্ধেক পথ হেঁটে গন্তব্যে পৌঁছানো দায় অর্ধেক নও তোমার পূর্ণ দেহ মন পূর্ণভাবেই বাঁচো তোমার এই জীবন। (মূল কাহলিল জিব্রান এর ডু নট লাভ হাফ লাভার্স অবলম্বনে)