দুটি কবিতা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০

সঞ্জীব চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ
কোলাহল কোলাহল আমি ভালোবাসি চিৎকার আমার কাছে সুরাইয়া সে দগ্ধ হয়ে আসে আমি তাকে আশ্রয় দিই। বলি যত পারো শব্দ করো জোরে, আরও জোরে শব্দই আমার জীবন নৈঃশব্দ কে না বলেছি, কতকাল হলো। নীরবতা দেখি কথারা থমকে গেছে এদিকেই আসছে কালবেলা নিয়ে চোখেমুখে অদ্ভুত আঁধার যেন সমুদ্র ফুলে উঠছে ঝড়ের পূর্বাভাস নিয়ে তুমি পালন করছ গৃহস্ত। নীরবতা এক কঠিন বিরতি বিরতি শেষ হলে কোলাহল যতক্ষণ না সূর্য ডোবে যতক্ষণ না মৃগাঙ্ক হয় আকাশ।